ঢাকা, বুধবার, ৬ অগাস্ট ২০২৫, ৩:৪৩ অপরাহ্ন

১৬ কোম্পানি স্পট মার্কেটে যাচ্ছে বৃহস্পতিবার

পুঁজিবাজারে তালিকাভুক্ত ১৬ কোম্পানি রেকর্ড ডেটের আগে বৃহস্পতিবার (১৪ নভেম্বর) স্পট মার্কেটে যাচ্ছে।

কোম্পানিগুলো হচ্ছে- জেএমআই সিরিঞ্জ, ম্যারিকো, ইফাদ অটোস, নাভানা সিএনজি, রহিমা ফুড, আফতাব অটো, ভিএফএস থ্রেড ডাইং, মালেক স্পিনিং, টেকনো ড্রাগ, সামিট অ্যালায়েন্স পোর্ট, আমরা নেটওয়ার্কস, সায়হাম কটন, আমরা টেকনোলজি, দেশবন্ধু পলিমার, সাফকো স্পিনিং মিলস ও ইউনাইটেড পাওয়ার জেনারেশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, কোম্পানিগুলোর স্পট মার্কেটে লেনদেন শেষ হবে আগামী ১৭ ও ১৮ নভেম্বর। কোম্পানিগুলোর রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ১৮  ও ১৯ নভেম্বর।

আর রেকর্ড ডেটের দিন কোম্পানিগুলোর শেয়ার লেনদেন বন্ধ থাকবে।

 

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন