শেয়ারবাজারে তালিকাভুক্ত প্রকৌশল খাতের কোম্পানি বিএসআরএম স্টিল লিমিটেড নতুন রোলিং মিলের বাণিজ্যিক উৎপাদনের সিদ্ধান্ত নিয়েছে। কোম্পানিটি আগামী ১ জানুয়ারি,২০২৫ সাল থেকে রোলিং মিলের বাণিজ্যিক উৎপাদন শুরু করবে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, নতুন রোলিং মিল চট্টগ্রামের মিরসরাইয়ে অবস্থিত। কোম্পানিটি নতুন কারখানায় বছরে ৬ লাখ টন এমএস রড এবং ওয়ার রড উৎপাদন করতে পারবে।
উল্লেখ্য, বিএসআরএম স্টিল ২০০৯ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়। চলতি হিসাববছরের প্রথম প্রান্তিকে (জুলাই’২৪-সেপ্টেম্বর’২৪) কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে ২ টাকা ২৬ পয়সা। গত বছর একই সময়ে আয় ছিল ১ টাকা ২১ পয়সা। ৩০,জুন,২০২৪ সমাপ্ত হিসাব বছরে কোম্পানিটি শেয়ারহোল্ডারদের জন্য ৩২ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে।
