দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মঙ্গলবার মূল্য সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। এদিন ডিএসইতে লেনদেনে অংশ নেয়া ২১৬টি বা ৫৪ শতাংশ কোম্পানির দরপতন হয়েছে। তবে ডিএসইতে টাকার অংকে লেনদেন বেড়েছে সামান্য।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, মঙ্গলবার ডিএসইতে ৫৭৭ কোটি ৬৬ লাখ টাকার শেয়ার ও ইউনিটের লেনদেন হয়েছে। আজ ডিএসইতে আগের দিন থেকে ১ কোটি ৯ লাখ টাকা বেশি লেনদেন হয়েছে। গতকাল লেনদেন হয়েছিল ৫৭৬ কোটি ৫৬ লাখ টাকার।
মঙ্গলবার ডিএসই প্রধান সূচক ডিএসইএক্স ৩৫ পয়েন্ট কমে ৫ হাজার ২৯৮ পয়েন্টে অবস্থান করছে। অন্য সূচকগুলোর মধ্যে- ডিএসই–৩০ সূচক ১২ পয়েন্ট কমে ১ হাজার ১৮৩ পয়েন্টে অবস্থান করছে। এছাড়া ডিএসইএস বা শরীয়াহ সূচক ৭ পয়েন্ট কমেছে।
সপ্তাহের তৃতীয় কর্মদিবসে ডিএসইতে লেনদেন হওয়া ৪০০টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৩৬টির, দর কমেছে ২১৬টির এবং দর অপরিবর্তীত রয়েছে ৪৮টির।
আজ চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। এদিন সিএসই সার্বিক সূচক সিএএসপিআই কমেছে ৩৩ পয়েন্ট।
সিএসইতে ২১১টি প্রতিষ্ঠানের শেয়ার লেনদেন হয়েছে। তার মধ্যে ৮৩টির দর বেড়েছে, কমেছে ১০৭টির আর ২১টির দর অপরিবর্তিত রয়েছে।
মঙ্গলবার সিএসইতে ১২ কোটি ৬২ লাখ ৯২ হাজার টাকার শেয়ার ও ইউনিট কেনাবেচা হয়েছে।