ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মঙ্গলবার দর বৃদ্ধির শীর্ষ তালিকায় আধিপত্য বিস্তার করেছে বীমা খাতের কোম্পানি। আজ তালিকায় থাকা ১০ কোম্পানির মধ্যে ৭টিই বীমা খাতের কোম্পিানি। এদিন সবচেয়ে বেশি দর বেড়েছে বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি (বিজিআইসি) লিমিটেডের।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
মঙ্গলবার ডিএসইতে কোম্পানিটির দর ৩ টাকা ১০ পয়সা বা ৯.৭২ শতাংশ বেড়ে তালিকার শীর্ষে রয়েছে। এদিন শেয়ারটি সর্বশেষ ৩৫ টাকা দরে লেনদেন হয়।
তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে মার্কেন্টাইল ইসলামী ইন্স্যুরেন্স পিএলসি। মঙ্গলবার শেয়ারটির দর ২ টাকা ২০ পয়সা বা ৯.৬৯ শতাংশ বেড়েছে। এদিন শেয়ারটি সর্বশেষ ২৪ টাকা ৯০ পয়সা লেনদেন হয়।
মেঘনা ইন্স্যুরেন্স ২ টাকা বা ৯.২২ শতাংশ দর বেড়ে তালিকার তৃতীয় স্থানে রয়েছে।
ডিএসইতে দর বৃদ্ধির তালিকায় থাকা অন্য কোম্পানিগুলোর মধ্যে- এশিয়া ইন্সুরেন্সের ৮.৭৪ শতাংশ, গ্লোবাল হেভি কেমিক্যালসের ৮.৫৯ শতাংশ, প্যারামাউন্ট ইন্সুরেন্সের ৭.৬৯ শতাংশ, প্রভাতী ইন্সুরেন্সের ৭.২৪ শতাংশ, রানার অটোমোবাইলসের ৭.০২ শতাংশ, নর্দান ইসলামী ইন্সুরেন্সের ৬.৭৬ শতাংশ এবং সী পার্ল রিসোর্টের ৬.৫৮ শতাংশ দর বেড়েছে।