ঢাকা, রবিবার, ৩ অগাস্ট ২০২৫, ১০:৩৫ অপরাহ্ন

৩ কর্মদিবস পর উত্থান শেয়ারবাজারে

আগের তিন কর্মদিবসের পতন কাটিয়ে সোমবার উত্থানে ফিরেছে শেয়ারবাজার। আজ দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের বড় উত্থানে লেনদেন শেষ হয়েছে। এদিন ডিএসইতে টাকার অংকে লেনদেনও বেড়েছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, সোমবার ডিএসইতে ৫৭৬ কোটি ৫৬ লাখ টাকার শেয়ার ও ইউনিটের লেনদেন হয়েছে। আজ ডিএসইতে আগের দিন থেকে ১৬ কোটি ৯০ লাখ টাকা বেশি লেনদেন হয়েছে। গতকাল লেনদেন হয়েছিল ৫৫৯ কোটি ৬৬  লাখ টাকার।

সোমবার ডিএসই প্রধান সূচক ডিএসইএক্স ৬৭ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৩৩৩ পয়েন্টে অবস্থান করছে। অন্য সূচকগুলোর মধ্যে- ডিএসই–৩০ সূচক ২৩ পয়েন্ট বেড়ে ১ হাজার ৯৭৭ পয়েন্টে  অবস্থান করছে। এছাড়া ডিএসইএস বা শরীয়াহ সূচক ১৯ পয়েন্ট বেড়েছে।

সপ্তাহের দ্বিতীয় কর্মদিবসে ডিএসইতে লেনদেন হওয়া ৩৯৫টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৯৮টির, দর কমেছে ১৩৩টির এবং দর অপরিবর্তীত রয়েছে ৬৪টির।

আজ চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। এদিন সিএসই সার্বিক সূচক সিএএসপিআই বেড়েছে ৪৫ পয়েন্ট।

সিএসইতে ১৮৯টি প্রতিষ্ঠানের শেয়ার লেনদেন হয়েছে। তার মধ্যে ৭৩টির দর বেড়েছে, কমেছে ৮৮টির আর ২৮টির দর অপরিবর্তিত রয়েছে।

সোমবার সিএসইতে ৩৯ কোটি ৭৯ লাখ ৫৫ হাজার টাকার শেয়ার ও ইউনিট কেনাবেচা হয়েছে।

 

 

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন