পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রকৌশল খাতের কোম্পানি গোল্ডেন সন টানা ৩৩ মাস ধরে লোকসানে রয়েছে। কোম্পানিটি ২০২৩ ও ২০২২ সালে পর পর দুই বছর লোকসান দেখিয়েছে। এমনকি চলতি বছরের ৯ মাসেও কোম্পানিটি কোন মুনাফা দেখাতে পারেনি।
কোম্পানিটির আর্থিক প্রতিবেদন পরযালোচনা করে এ তথ্য জানা গেছে।
ডিএসই সূত্র জানায়, ২০২২ সালে কোম্পানিটি শেয়ার প্রতি লোকসান করেছিল ৯৯ পয়সা। ২০২৩ সালে কোম্পানিটির লোকসান দশমিক ৪৬ পয়সা বেড়ে দাঁড়ায় ৭৫ পয়সা। এদিকে চলতি বছরের ৯ মাস বা তৃতীয় প্রান্তিকে কোম্পানিটি শেয়ার প্রতি কনসুলেটেড লোকসান করেছে ১৩ পয়সা। আগের বছর কোম্পানিটির তৃতীয় প্রান্তিকে লোকসান ছিল ৫৬ পয়সা।
কোম্পানিটি গত ৫ বছরের মধ্যে মুনাফা দেখিয়েছে মাত্র একবার। ২০২১ সালে কোম্পানিটি শেয়ার প্রতি ৩০ পয়সা আয় করেছিল। ২০১৯ ও ২০২০ সালে কোম্পানিটি যথাক্রমে-৯৯ পয়সা ও ১ টাকা ০৫ পয়সা লোকসান দেখিয়েছিল।
তথ্য অনুসন্ধানে জানা গেছে, গোল্ডেন সন দীর্ঘ সময় লোকসানে থাকলেও বিগত সময়ে শেয়ারহোল্ডারদের লভ্যাংশ দিয়েছে। তবে কোম্পানিটির এই লভ্যাংশের পরিমাণ খুবই সামান্য। গত তিন বছরে কোম্পানিটি মাত্র ৬.২৫ শতাংশ লভ্যাংশ দিয়েছে। ২০২০ ও ২০২১ সালে কোম্পানিটি যথাক্রমে- ২.৫০ শতাংশ ও ২.৭৫ শতাংশ লভ্যাংশ দিয়েছিল। সর্বশেষ ২০২৩ সালে কোম্পানিটি ১ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছিল।
গোল্ডেন সন লোকসানে থেকেও ক্যাটাগরি ধরে রাখতে নামমাত্র লভ্যাংশ দিয়েছে বলে মনে করছে বাজার সংশ্লিষ্টরা। বর্তমানে কোম্পানিটি পুঁজিবাজারে ’বি’ ক্যাটাগরিতে লেনদেন করছে।
কোম্পানিটি ৩০জুন,২০২৪ সমাপ্ত হিসাব বছরের লভ্যাংশ সংক্রান্ত বোর্ড সভার তারিখ এখনও ঘোষণা করেনি।
উল্লেখ্য, সর্বশেষ ৭ নভেম্বরের তথ্য অনুযায়ী গোল্ডেন সন ডিএসইতে ১৪ টাকা ২০ পয়সা দরে লেনদেন হচ্ছে। পুঁজিবাজারে কোম্পানিটির মোট শেয়ার রয়েছে ১৭ কোটি ১৭ লাখ ২৯ হাজার ৭৭২টি। এর মধ্যে কোম্পানির উদ্যোক্তা পরিচালকদের কাছে রয়েছে ৩০.২৯ শতাংশ, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে ২২.০৫ শতাংশ ও সাধারণ বিনিয়োগকারীদের কাছে ৪৭.৬৬ শতাংশ শেয়ার রয়েছে।