ঢাকা, সোমবার, ৪ অগাস্ট ২০২৫, ৩:৫৬ পূর্বাহ্ন

গেল সপ্তাহে ২৫ শতাংশের বেশি দর বেড়েছে যে তিন কোম্পানির

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গত সপ্তাহে ৩ কোম্পানির শেয়ার দর ২৫ শতাংশের বেশি বেড়েছে। কোম্পানিগুলো হচ্ছে-গ্লোবাল হেভি কেমিক্যাল, শাইন পুকুর সিরামিকস ও আফতাব অটোস লিমিটেড।

ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সাপ্তাহিক বাজার পরযালোচনায় এ তথ্য জানা গেছে।

গ্লোবাল হেভি কেমিক্যাল

গত সপ্তাহে কোম্পানিটির শেয়ার দর বেড়েছে ৪২.৬২ শতাংশ। আগের সপ্তাহে কোম্পানিটির শেয়ার দর ছিল ১৮ টাকা ৩০ পয়সা ; যা গত সপ্তাহে ২৬ টাকা ১০ পয়সায় দাঁড়িয়েছে।

শাইন পুকুর সিরামিকস

সিরামিকস খাতের কোম্পানি শাইন পুকুর সিরামিকসের শেয়ার দর ২৮.৮১ শতাংশ বেড়ে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে । আগের সপ্তাহে কোম্পানিটির সর্বশেষ শেয়ার দর ১১ টাকা ৮০ পয়সা ছিল ; যা চলতি সপ্তাহে ১৫ টাকা ২০ পয়সা দাঁড়িয়েছে।

আফতাব অটো

তালিকার তৃতীয় স্থানে থাকা আফতাব অটোর শেয়ার দর ২৫.১৬ শতাংশ বেড়েছে। আগের সপ্তাহে কোম্পানিটির সর্বশেষ শেয়ার দর৩১ টাকা ছিল ; যা গত সপ্তাহে ৩৮ টাকা ৮০ পয়সা দাঁড়িয়েছে।

উল্লেখ্য, সপ্তাহজুড়ে ডিএসইতে মোট ৩৮৪টি কোম্পানির ১১৪ কোটি ৭২ লাখ শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ২৫৪টি বা ৬৪ শতাংশ কোম্পানির।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন