শেয়ারবাজারে তালিকাভুক্ত ওষুধ-রসায়ন খাতের কোম্পানি ফার্মা এইড ৩০ জুন, ২০২৪ সমাপ্ত অর্থবছরের জন্য ২৫ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। কোম্পানিটি আগের বছর ১০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছিল।
ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১৯ টাকা ৬১ পয়সা। আগের অর্থবছরে শেয়ারপ্রতি লোকসান ছিল ২ টাকা ৫ পয়সা।
আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ হয়েছে (এনএভিপিএস) ১০৯ টাকা ৮৯ পয়সা। আগের অর্থবছরে এনএভিপিএস ছিল ৯১ টাকা ২৮ পয়সা।
কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী বছরের ২৪ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ৫ ডিসেম্বর।