সপ্তাহের শেষ কর্মদিবস বৃহস্পতিবারও ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। আজ ডিএসইতে লেনদেনে অংশ নেয়া ২৪৬টি বা ৬২ শতাংশ কোম্পানির দরপতন হয়েছে। এদিন ডিএসইতে টাকার অংকে লেনদেন কমেছে ১৬.৮৩ শতাংশ।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, বৃহস্পতিবার ডিএসইতে ৫৪১ কোটি ৫৫ লাখ টাকার শেয়ার ও ইউনিটের লেনদেন হয়েছে। আজ ডিএসইতে আগের দিন থেকে ১০৯ কোটি ৬৫ লাখ টাকা কম লেনদেন হয়েছে। গতকাল লেনদেন হয়েছিল ৬৫১ কোটি ২০ লাখ টাকার।
বৃহস্পতিবার ডিএসই প্রধান সূচক ডিএসইএক্স ৩০ পয়েন্ট কমে ৫ হাজার ৩১৬ পয়েন্টে অবস্থান করছে। অন্য সূচকগুলোর মধ্যে- ডিএসই–৩০ সূচক ২ পয়েন্ট কমে ১ হাজার ৯৬৫ পয়েন্টে অবস্থান করছে। এছাড়া ডিএসইএস বা শরীয়াহ সূচক দশমিক ৪ পয়েন্ট কমেছে।
সপ্তাহের শেষ কর্মদিবসে ডিএসইতে লেনদেন হওয়া ৩৯৫টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৯৭টির, দর কমেছে ২৪৬টির এবং দর অপরিবর্তীত রয়েছে ৫২টির।
আজ চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। এদিন সিএসই সার্বিক সূচক সিএএসপিআই কমেছে ১৯ পয়েন্ট।
সিএসইতে ২১৫টি প্রতিষ্ঠানের শেয়ার লেনদেন হয়েছে। তার মধ্যে ৭৭টির দর বেড়েছে, কমেছে ১১৭টির আর ২১টির দর অপরিবর্তিত রয়েছে।
বৃহস্পতিবার সিএসইতে ৫ কোটি ৩ লাখ ৮৮ হাজার টাকার শেয়ার ও ইউনিট কেনাবেচা হয়েছে।