শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি প্রিমিয়ার সিমেন্ট পিএলসির পরিচালনা পর্ষদ প্রিফারেন্স শেয়ার ইস্যু করার সিদ্ধান্ত নিয়েছে। কোম্পানিটি ১৬১ কোটি টাকার ফুলী রিডামবল, নন-কনভার্টেবল, নন-পার্টিসিপেটিং কিউমুলেটিভ প্রিফারেন্স শেয়ার ইস্যু করবে।
কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, কোম্পানিটি ৩২২টি শেয়ার ৫০ লাখ টাকা ফেসভ্যালুতে বিক্রি করবে। শেয়ারটির মেয়াদ হবে ৫ বছর। কোম্পানির শেয়ারহোল্ডাররা অর্ধবার্ষিকীতে মুনাফা পাবে।
কোম্পানিটি জানায়, ব্যালান্স শীট পুর্নগঠন এবং উচ্চ মূল্যের ঋণ পরিশোধের জন্য প্রিফরেন্স শেয়ার ইস্যু করা হবে। বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) অনুমোদন সাপেক্ষে শেয়ার ইস্যু করতে পারবে প্রিমিয়ার সিমেন্ট।