ঢাকা, বুধবার, ৬ অগাস্ট ২০২৫, ৯:৩৬ পূর্বাহ্ন

প্রথম প্রান্তিকে ইস্টার্ন লুব্রিকেন্টসের মুনাফা বেড়েছে ২১১%

পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রতিষ্ঠান ইস্টার্ণ লুব্রিকেন্টস ব্লেন্ডার্স চলতি হিসাব বছরের প্রথম প্রান্তিকের (জুলাই-সেপ্টেম্বর ২০২৪) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। আলোচ্য প্রান্তিকে কোম্পানিটির আয় ৪ টাকা ১৬ পয়সা বা ২১১.১৬ শতাংশ বেড়েছে।

বুধবার (৬ নভেম্বর) অনুষ্ঠিত পরিচালনা পর্ষদের বৈঠকে এই প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

প্রতিবেদন অনুযায়ী, প্রথম প্রান্তিকে ইস্টার্ণ লুব্রিকেন্টসের শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৬ টাকা ১৩ পয়সা, যা গত বছরের একই সময়ে ছিল ১ টাকা  ৯৭ পয়সা।

এছাড়া, ৩০ সেপ্টেম্বর ২০২৪ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৯৭ টাকা ০১ পয়সা।

 

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন