নিজস্ব প্রতিবেদক
পুঁজিবাজারের তালিকাভুক্ত কোম্পানি অগ্নি সিস্টেমস লিমিটেড। আইটি খাতের কোম্পানিটি ব্যবসার সম্প্রসারণ করেছে। অর্থাৎ বিনিয়োগ বৃদ্ধি করেছে। কিন্তু সে অনুযায়ী কাঙ্খিত আয় আসেনি। যে কারণে চলতি বছরের তিন প্রান্তিকে কোম্পানির মোট আয় কিছুটা কমেছে বলে জানা গেছে।
কোম্পানিটি জানায়, দীর্ঘদিন শুধু প্রাতিষ্ঠানিক পর্যায়ে অগ্নি সিস্টেমস সার্ভিস দিয়েছে। ব্যক্তি পর্যায়ে সার্ভিস তারা খুব একটা দেয়নি। কিন্তু গত এক বছরে দেশের ৪০ থেকে ৪৫টি জেলায় প্রাতিষ্ঠানিকের পাশাপাশি গ্রাম পর্যায়ে ব্যক্তি শ্রেনীর কাছেও অগ্নির সার্ভিস চলে গেছে। এজন্য প্রচুর বিনিয়োগ করতে হয়েছে।
তথ্যানুসন্ধানে জানা গেছে, চলতি বছরের তিন প্রান্তিক মিলে (জুলাই২০২৩-মার্চ২০২৪) মোট আয় হয়েছে ০ দশমিক ৯০ টাকা। এর আগের বছরের একই সময়ে যা ছিল ০ দশমিক ৯৬ টাকা। বছরের ব্যবধানে কোম্পানির আয় কমেছে ০ দশমিক ০৬ টাকা। যদিও শুধু তৃতীয় প্রান্তিকে আয় কিছুটা বেড়েছে।
কোম্পানি সচিব আল হেলাল মো. মৌদুদ আহাম্মেদ বিজনেস আই বাংলাদেশকে জানান, আগামী ডিসেম্বরের মধ্যে দেশের সব জেলায় ব্যক্তি শ্রেণী পর্যায়ে অগ্নির সার্ভিস পৌঁছে যাবে। সে লক্ষ্যে আমরা কাজ করছি। এজন্য আমাদের লোকসান বা মুনাফা কম করে হলেও সার্ভিস পৌঁছে দিতে হচ্ছে। ফলে গত তিন প্রান্তিকে মোট আয়ও কিছুটা কমেছে।
তথ্যানুসন্ধানে আরও জানা গেছে, অগ্নি সিস্টেমস ৩০ জুন ২০২৩ হিসাব বছরে বিনিয়োগকারীদের ৪ দশমিক ৭৫ শতাংশ নগদ লভ্যাংশ প্রদান করেছে। এছাড়াও ২০১৯ সালে ৭ শতাংশ, ২০২০ সালে ২ শতাংশ, ২০২১ সালে সাড়ে ৩ শতাংশ এবং ২০২২ সালে সাড়ে ৪ শতাংশ নগদ লভ্যাংশ বিনিয়োগকারীদের দিয়েছে প্রতিষ্ঠানটি।
কোম্পানির রিজার্ভে রয়েছে ১৯ কোটি ৯২ লাখ টাকা। তবে অন্যান্য আয় নেই। গত পাঁচ বছরে কোম্পানির মুনাফা কখনো বেড়েছে। আবার কখনো কমেছে। ২০১৯ সালে অগ্নির মুনাফা হয়েছিল ৫ কোটি ৪০ লাখ ৭০ হাজার টাকা। এছাড়াও ২০২০ সালে ২ কোটি ২১ লাখ ৯০ হাজার টাকা, ২০২১ সালে ৫ কোটি ৫৮ লাখ ৬০ হাজার টাকা, ২০২২ সালে ৭ কোটি ২৯ লাখ ৬০ হাজার টাকা এবং ২০২৩ সালে ৮ কোটি ১৮ লাখ টাকা মুনাফা হয়েছে।
উল্লেখ্য, বুধবার (৬ নভেম্বর) অগ্নি সিস্টেমস-এর শেয়ার দর ছিল ৩৩ টাকা ৪০ পয়সা। কোম্পানির অনুমোদিত মূলধন ১০০ কোটি টাকা এবং পরিশোধিত মূলধন ৭২ কোটি ৫৫ লাখ ৬০ হাজার টাকা। কোম্পানির মোট শেয়ার সংখ্যা ৭ কোটি ২৫ লাখ ৫৬ হাজার ১৯২টি, যার মধ্যে উদ্যোক্তা পরিচালকদের কাছে শেয়ার রয়েছে ৩২ দশমিক ৩৪ শতাংশ, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে ২১ দশমিক ৬৭ শতাংশ এবং সাধারণ বিনিয়োগকারীদের কাছে ৪৫ দশমিক ৯৯ শতাংশ শেয়ার রয়েছে।