দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। আজ ডিএসইতে লেনদেনে অংশ নেয়া ২৮১টি বা ৭০ শতাংশ কোম্পানির দরপতন হয়েছে। এদিন ডিএসইতে টাকার অংকে লেনদেনও কমেছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, ডিএসইতে ৬৫১ কোটি ২০ লাখ টাকার শেয়ার ও ইউনিটের লেনদেন হয়েছে। আজ ডিএসইতে আগের দিন থেকে ১৮৮ কোটি ৫০ লাখ টাকা কম লেনদেন হয়েছে। গতকাল লেনদেন হয়েছিল ৮৩৯ কোটি ৭০ লাখ টাকার।
বুধবার ডিএসই প্রধান সূচক ডিএসইএক্স ১৭ পয়েন্ট কমে ৫ হাজার ৩৪৭ পয়েন্টে অবস্থান করছে। অন্য সূচকগুলোর মধ্যে- ডিএসই–৩০ সূচক দশমিক ৯৯ পয়েন্ট কমে ১ হাজার ১৯২ পয়েন্টে অবস্থান করছে। এছাড়া ডিএসইএস বা শরীয়াহ সূচক দশমিক ০১ পয়েন্ট বেড়েছে।
সপ্তাহের চতুর্থ কর্মদিবসে ডিএসইতে লেনদেন হওয়া ৩৯৯টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৮৫টির, দর কমেছে ২৮১টির এবং দর অপরিবর্তীত রয়েছে ৩৩টির।

আজ চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। এদিন সিএসই সার্বিক সূচক সিএএসপিআই বেড়েছে ২ পয়েন্ট।
সিএসইতে ২০৭টি প্রতিষ্ঠানের শেয়ার লেনদেন হয়েছে। তার মধ্যে ৮০টির দর বেড়েছে, কমেছে ১০৪টির আর ২৩টির দর অপরিবর্তিত রয়েছে।
বুধবার সিএসইতে ৫ কোটি ২১ লাখ ২৭ হাজার টাকার শেয়ার ও ইউনিট কেনাবেচা হয়েছে।