ঢাকা, মঙ্গলবার, ৫ অগাস্ট ২০২৫, ২:০৮ পূর্বাহ্ন

১ বছরে আনোয়ার গ্যালভানাইজিংয়ের দর কমেছে ৫৯ %

নিজস্ব প্রতিবেদক

পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রকৌশল খাতের কোম্পানি আনোয়ার গ্যালভানাইজিং লিমিটেড। সম্প্রতি শেয়ারটির ধারাবাহিকভাবে দর পতন হচ্ছে। গত এক বছরে শেয়ারটির দর কমেছে ৫৯ শতাংশ।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

ডিএসই সূত্র বলছে, গত এক বছরে অর্থাৎ ৫২ সপ্তাহে আনোয়ার গ্যালভানাইজিং-এর শেয়ার দর সর্বনিম্ন ৬৮ টাকা ১০ পয়সা থেকে সর্বোচ্চ ২১৩ টাকা ৩০ পয়সায় উঠেছিল। গত বছরের (২০২৩) ৬ নভেম্বর কোম্পানির শেয়ার দর ছিল ২১৩ টাকা ৩০ পয়সা। মঙ্গলবার (৫ নভেম্বর) শেয়ারটির্ দর এসে দাঁড়িয়েছে ৮৭ টাকা ৮০ পয়সা। বছরের ব্যবধানে দর কমেছে ১২৫ টাকা ৫০ পয়সা। অর্থাৎ ৫৯ শতাংশ কমেছে। শেয়ারটির বড় ধরনের এমন দরপতনে বিনিয়োগকারীরা ক্ষতির মুখে পড়েছে বলে জানা গেছে।

উল্লেখ্য, আনোয়ার গ্যালভানাইজিং-এর অনুমোদিত মূলধন ৫০ কোটি টাকা এবং পরিশোধিত মূলধন ৩০ কোটি ১৮ লাখ ৭০ হাজার টাকা। সর্বশেষ হিসাব বছরে (৩০ জুন ২০২৪) কোম্পানিটি ১০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে।

কোম্পানির মোট শেয়ার সংখ্যা ৩ কোটি ১ লাখ ৮৭ হাজার ৮০টি। যার মধ্যে উদ্যোক্তা পরিচালকদের শেয়ার রয়েছে ৩৫ দশমিক ৩২ শতাংশ, প্রাতিষ্ঠানকি বিনিয়োগকারীদের শেয়ার রয়েছে ২১ দশমিক ৭৫ শতাংশ ও সাধারণ বিনিয়োগকারীদের শেয়ার রয়েছে ৪২ দশমিক ৯৩ শতাংশ।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন