সম্প্রতি দেশের শেয়ারবাজারে কিছুটা গতি ফিরলেও অক্টোবর মাসে অনেকটা হতাশায় ছিল বিনিয়োগকারীরা। অক্টোবর মাসে বেশিরভাগ সময়ে পুঁজিবাজারে বড় দরপতন হয়। এতে বিনিয়োগকারীরা আতঙ্কে লোকসানেই কাছে থাকা সব শেয়ার বিক্রি করে দেয়। এর ফলে বেড়েছে শেয়ারশূন্য বিও হিসাবের সংখ্যা। গত ১ মাসে শেয়ারশূন্য বিও হিসাব বেড়ছে ১০ হাজারের বেশি।
সিডিবিএল সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, গত ৩০ সেপ্টেম্বর শেয়ারশূন্য বিও হিসাবের সংখ্যা ছিল ৩ লাখ ১৮ হাজার ৪১৪টি। আর ৩১ অক্টোবর তা বেড়ে দাঁড়িয়েছে ৩ লাখ ২৯ হাজার ৩৩২টি। অর্থাৎ গত ১ মাসে শেয়ারশূন্য বিও হিসাবের সংখ্যা দাড়িয়েছে ১০ হাজার ৯১৮টি।
শেয়ারবাজারে লেনদেন করতে হলে যেকোনো ব্রোকারেজ হাউস বা মার্চেন্ট ব্যাংকে বিও হিসাব খুলে শেয়ার কেনাবেচা করতে হয়। তাই বিও হিসাবের সংখ্যা দিয়ে বিনিয়োগকারীদের অংশগ্রহণ বোঝা যায়।
বাজারে এখন শেয়ারসহ বিও হিসাবের সংখ্যাও কমে গেছে। সিডিবিএলের হিসাবে, গত ৩০ সেপ্টেম্বর শেয়ার আছে, এমন বিও হিসাবের সংখ্যা ছিল ১২ লাখ ৯০ হাজার ৩৫৫। গত ৩১ অক্টোবর দিন শেষে এ সংখ্যা কমে হয়েছে ১২ লাখ ৮২ হাজার ৯০টি। অর্থাৎ আলোচ্য সময়ে শেয়ারসহ বিও হিসাবের সংখ্যা কমেছে ৮ হাজার ২৬৫টি।

তবে বাজারে দীর্ঘদিন মন্দাবস্থায় পার করলেও বেড়েছে নতুন বিও হিসাব খোলার প্রবণতা।
অক্টোবরের শেষ কর্মদিবস শেয়ারবাজারে বিনিয়োগাকরীদের বেনিফিশিয়ারি ওনার্স হিসাব (বিও) দাঁড়িয়েছে ১৬ লাখ ৭৭ হাজার ৩৬০টিতে। সেপ্টেম্বরের শেষ দিন এই সংখ্যা ছিল ১৬ লাখ ৭৩ হাজার ৮১৭টি। অর্থাৎ সেপ্টেম্বর মাসের তুলনায় অক্টোবর মাসে বিনিয়োগাকীদের বিও হিসাব বেড়েছে ৩ হাজার ৫৪৩টি।
অক্টোবরের শেষদিন পুরুষ বিনিয়োগকারীদের বিও হিসাব দাঁড়িয়েছে ১২ লাখ ৫৬ হাজার ৯৩৩টিতে। আর সেপ্টেম্বরের শেষদিন এই সংখ্যা ছিল ১২ লাখ ৫৪ হাজার ১২৭টিতে। মাসটিতে পুরুষ বিও হিসাব বেড়েছে ২ হাজার ৮০৬টি।
আলোচ্য মাসে নারী বিও হিসাব ৬৬০টি বেড়েছে। অক্টোবরের শেষদিন নারী বিও হিসাব দাঁড়িয়েছে ৪ লাখ ২ হাজার ৫৫টিতে। আর সেপ্টেম্বরের শেষদিন নারী বিও হিসাব ছিল ৪ লাখ ২ হাজার ৩৯৫টি।
অক্টোবর মাসে কোম্পানির বিও হিসাব বেড়েছে ৭৭টি। অক্টোবরের শেষদিন এই বিও হিসাব দাঁড়িয়েছে ১৭ হাজার ৩৭২টিতে। সেপ্টেম্বরের শেষদিন কোম্পানি বিও হিসাব ছিল ১৭ হাজার ২৯৫টি।
এদিকে অক্টোবরের শেষ কর্মদিবস দেশে অবস্থারত বিনিয়োগকারীদের বিও হিসাব দাঁড়িয়েছে ১৬ লাখ ১৩ হাজার ৩৩টিতে। সেপ্টেম্বরের শেষ কর্মদিবস এই সংখ্যা ছিল ১৬ লাখ ৯ হাজার ৫৫৩টি। অর্থাৎ এক মাসের ব্যবধানে দেশে অবস্থানরত বিনিয়োগকারীদের বিও হিসাব ৩ হাজার ৪৮০টি বেড়েছে।
তবে সেপ্টেম্বর মাসে বিদেশী বিনিয়োগকারীদের বিও হিসাব কমেছে। অক্টেবরে তাদের হিসাব ১৪টি কমে দাঁড়িয়েছে ৪৬ হাজার ৯৫৫টিতে। সেপ্টেম্বর মাসের শেষ কর্মদিবস বিদেশী বা প্রবাসীদের বিও হিসাব ছিল ৪৬ হাজার ৯৬৯টি।