দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মঙ্গলবার মূল্য সূচকের ব্যাপক উত্থানে লেনদেন শেষ হয়েছে। এদিন ডিএসইতে ৩০৪টি বা ৭৬ শতাংশ কোম্পানির দর বৃদ্ধি পেয়েছে। এতে ডিএসই প্রধান মূল্য সূচক একদিনেই ১১২.৫২ পয়েন্ট বেড়েছে। আজ ডিএসইর লেনদেন ৮০০ কোটির ঘর অতিক্রম করেছে;যা গত ২ মাসের মধ্যে সর্বোচ্চ।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, ডিএসইতে ৮৩৯ কোটি ৭০ লাখ টাকার শেয়ার ও ইউনিটের লেনদেন হয়েছে। যা গত ২ মাসের মধ্যে সর্বোচ্চ লেনদেন ডিএসইতে। এর আগে গত ২ সেপ্টেম্বর ডিএসইতে ১ হাজার ৬৫ কোটি ৫৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
আজ ডিএসইতে আগের দিন থেকে ২৭৪ কোটি ৪৫ লাখ টাকা বেশি লেনদেন হয়েছে। গতকাল লেনদেন হয়েছিল ৫৬৫ কোটি ২৪ লাখ টাকার।

মঙ্গলবার ডিএসই প্রধান সূচক ডিএসইএক্স ১১২ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৩৬৫ পয়েন্টে অবস্থান করছে। অন্য সূচকগুলোর মধ্যে- ডিএসই–৩০ সূচক ৩০ পয়েন্ট বেড়ে ১ হাজার ৯৬৭ পয়েন্টে অবস্থান করছে। এছাড়া ডিএসইএস বা শরীয়াহ সূচক ২৯ পয়েন্ট বেড়েছে।
সপ্তাহের তৃতীয় কর্মদিবসে ডিএসইতে লেনদেন হওয়া ৩৯৯টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৩০৪টির, দর কমেছে ৬৫টির এবং দর অপরিবর্তীত রয়েছে ৩০টির।
আজ চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। এদিন সিএসই সার্বিক সূচক সিএএসপিআই বেড়েছে ২৯১ পয়েন্ট।
সিএসইতে ২৩৮টি প্রতিষ্ঠানের শেয়ার লেনদেন হয়েছে। তার মধ্যে ১৯৬টির দর বেড়েছে, কমেছে ২৭টির আর ১৫টির দর অপরিবর্তিত রয়েছে।
মঙ্গলবার সিএসইতে ৫ কোটি ৯৯ লাখ ৩১ হাজার টাকার শেয়ার ও ইউনিট কেনাবেচা হয়েছে।