ঢাকা, সোমবার, ৪ অগাস্ট ২০২৫, ২:২১ অপরাহ্ন

আগের অবস্থানেই সেন্ট্রাল ফার্মা, লভ্যাংশ না দেয়ার সিদ্ধান্ত

পুঁজিবাজারে তালিকাভুক্ত ওষুধ খাতের কোম্পানি সেন্ট্রাল ফার্মাসিটিক্যালস লিমিটেড গত ৪ বছর ধরে শেয়ারহোল্ডারদের জন্য কোন লভ্যাংশ ঘোষণা করে না। এই ধারবাহিকতায় কোম্পানিটি  গত ৩০ জুন, ২০২৪ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য কোন লভ্যাংশ ঘোষণা করেনি।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

আলোচিত বছরের জন্য কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান ৩৫  পয়সা হয়েছে। গত বছর একই সময়ে  লোকসান ৩৭ পয়সা  হয়েছিল।

৩০ জুন, ২০২৪ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভি) ৭  টাকা ০৬ পয়সা ছিল।

আগামী ৩০ ডিসেম্বর কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে, যার জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ২৭ নভেম্বর।

উল্লেখ্য, সেন্ট্রাল ফার্মা ২০১৩ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়। সর্বশেষ ২০১৯ কোম্পানিটি শেয়ারহোল্ডারদের ১ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছিল। এরপর ২০২০, ২০২১, ২০২২ ও ২০২৩ সালে কোম্পানিটি শেয়ারহোল্ডারদের কোন লভ্যাংশ দেয়নি।

জেড ক্যাটাগরির কোম্পানিটির বর্তমানে ৫২ কোটি ৮১ লাখ টাকার পুঞ্জীভূত লোকসান রয়েছে।

 

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন