ঢাকা, সোমবার, ৪ অগাস্ট ২০২৫, ১:৪৩ পূর্বাহ্ন

২৫৭ কোম্পানির দর বৃদ্ধিতে সূচকের বড় উত্থান

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সোমবার মূল্য সূচকের বড় উত্থানে লেনদেন শেষ হয়েছে। আজ ডিএসইতে লেনদেনে অংশ নেয়া ২৫৭টি বা ৬৪.৮৯ শতাংশ কোম্পানির দর বৃদ্ধি পেয়েছে। এতে ডিএসইর প্রধান মূল্য বেড়েছে ৬১.৬৩ পয়েন্ট বা ১ শতাংশ। আজ ডিএসইতে টাকার অংকে লেনদেনও বেড়েছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, সোমবার ডিএসই প্রধান সূচক ডিএসইএক্স ৬১ পয়েন্ট বেড়ে ৫ হাজার ২৫২ পয়েন্টে অবস্থান করছে। অন্য সূচকগুলোর মধ্যে- ডিএসই–৩০ সূচক  ২২ পয়েন্ট বেড়ে ১ হাজার ৯৩৭ পয়েন্টে  অবস্থান করছে। এছাড়া ডিএসইএস বা শরীয়াহ সূচক ১৫ পয়েন্ট বেড়েছে।

সপ্তাহের দ্বিতীয় কর্মদিবসে ডিএসইতে লেনদেন হওয়া ৩৯৬টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ২৫৭টির, দর কমেছে ১০৭টির এবং দর অপরিবর্তীত রয়েছে ৩২টির।

এদিকে সোমবার ডিএসইতে ৫৬৫ কোটি ২৪ লাখ টাকার শেয়ার ও ইউনিটের লেনদেন হয়েছে। আজ ডিএসইতে আগের দিন থেকে ১৩৩ কোটি ৮৮ লাখ টাকা বেশি লেনদেন হয়েছে। গতকাল লেনদেন হয়েছিল ৪৩১ কোটি ৩৬ লাখ টাকার।

আজ চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। এদিন সিএসই সার্বিক সূচক সিএএসপিআই বেড়েছে ১২২ পয়েন্ট।

সিএসইতে ২১৪টি প্রতিষ্ঠানের শেয়ার লেনদেন হয়েছে। তার মধ্যে ১৪২টির দর বেড়েছে, কমেছে ৫৬টির আর ১৬টির দর অপরিবর্তিত রয়েছে।

সোমবার সিএসইতে ৬ কোটি ৫৫ লাখ ৮৭ হাজার টাকার শেয়ার ও ইউনিট কেনাবেচা হয়েছে।

 

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন