ঢাকা, মঙ্গলবার, ৫ অগাস্ট ২০২৫, ১১:৩৭ অপরাহ্ন

এস আলমমুক্ত ব্যাংকগুলোতে কর্মী ছাঁটাইয়ের আশঙ্কা, কর্মীদের মধ্যে আতঙ্ক

এস আলমমুক্ত ব্যাংকগুলোতে কর্মী ছাঁটাইয়ের আশঙ্কা, কর্মীদের মধ্যে আতঙ্ক

রাজনৈতিক পরিবর্তনের পর ব্যাংক খাতে সংস্কার কার্যক্রমে নেমেছে বাংলাদেশ ব্যাংক। এই প্রক্রিয়ার অংশ হিসেবে এস আলম গ্রুপের দখলমুক্ত হওয়া বেশ কয়েকটি ব্যাংকে কর্মী ছাঁটাইয়ের আশঙ্কা দেখা দিয়েছে।

বিশেষ করে ইসলামী ধারার ব্যাংকগুলোতে এস আলম গ্রুপের নিয়ন্ত্রণে থাকার সময় নিয়োগপ্রক্রিয়ায় ব্যাপক অনিয়ম ও পরীক্ষা ছাড়াই নিয়োগ দেওয়া হয় বলে অভিযোগ রয়েছে।

ইতিমধ্যে সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড (এসআইবিএল) এস আলম গ্রুপের নিয়ন্ত্রিত পর্ষদের সময়ে নিয়োগপ্রাপ্ত ৫৭৯ জন কর্মকর্তাকে চাকরিচ্যুত করেছে। এসআইবিএলের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, ছাঁটাইকৃতদের অধিকাংশই চট্টগ্রামের একটি বিশেষ এলাকার এবং নিয়োগ প্রক্রিয়াটি আইনসম্মত ছিল না।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ইসলামী ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী, ইউনিয়ন ব্যাংকসহ আরও কয়েকটি ব্যাংক কর্মী ছাঁটাইয়ের পরিকল্পনা করছে। তবে কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনা অনুযায়ী কোনো কর্মকর্তার বিরুদ্ধে নির্দিষ্ট অভিযোগ না থাকলে ছাঁটাই করা যাবে না।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন