ঢাকা, সোমবার, ৪ অগাস্ট ২০২৫, ৬:০৮ পূর্বাহ্ন

ওরিয়ন ফার্মার সর্বোচ্চ ১৩ কোটি টাকার লেনদেন

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) রবিবার লেনদেনের শীর্ষস্থানে রয়েছে ওরিয়ন ফার্মা লিমিটেড। আজ কোম্পানিটি সর্বোচ্চ ১৩ কোটি ১১ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, রবিবার ওরিয়ন ফার্মা ৩ হাজার ৫০৮ বারে ৩২ লাখ ৭৮ হাজার শেয়ার লেনদেন করেছে।

ডিএসইতে সর্বোচ্চ লেনদেন করা কোম্পানিটির দর ২ টাকা বা ৫.৫৯ শতাংশ বেড়ে সর্বশেষ ৩৯ টাকা ৮০ পয়সায় লেনদেন হয়।

এ ক্যাটাগরির কোম্পানিটি ২০১৩ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়। ২০২৩ সালে কোম্পানিটি শেয়ারহোল্ডারদের ১০ শতাংশ লভ্যাংশ দিয়েছিল। তৃতীয় প্রান্তিকে (জানুয়ারি,-মার্চ,২৪) কোম্পানিটি শেয়ার প্রতি আয় করেছে ৪২ পয়সা। বর্তমানে কোম্পানিটির পিই রেশি রয়েছে ১৩.৮ পয়েন্ট।

 

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন