সমাপ্ত সপ্তাহে (২৭ অক্টোবর – ৩১ অক্টোবর) প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ২৭৯টি বা ৭০ শতাংশ কোম্পানির দর বেড়েছে। এর মধ্যে গত সপ্তাহে সবচেয়ে বেশি দর বেড়েছে বাংলাদেশ শিপিং কর্পোরেশন লিমিটেডের।
সপ্তাহজুড়ে কোম্পানিটির শেয়ার দর বেড়েছে ৩৬.৩২ শতাংশ। আগের সপ্তাহে কোম্পানিটির শেয়ার দর ছিল ৫৯ টাকা ২০ পয়সা ; যা চলতি সপ্তাহে ৮০ টাকা ৭০ পয়সায় দাঁড়িয়েছে।

তালিকার দ্বিতীয় স্থানে থাকা এস্কয়ার নিট কম্পোজিটের শেয়ার দর ৩৪.৪২ শতাংশ বেড়েছে। আগের সপ্তাহে কোম্পানিটির সর্বশেষ শেয়ার দর ১৫ টাকা ৪০ পয়সা ছিল ; যা চলতি সপ্তাহে ২০ টাকা ৭০ পয়সা দাঁড়িয়েছে।
তালিকার তৃতীয় স্থানে থাকা রানার অটোর শেয়ার দর ৩২.৪৩ শতাংশ বেড়েছে।
সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে খুলনা পাওয়ার ২৫.৫৩ শতাংশ, সেন্ট্রাল ইন্স্যুরেন্স ২৫.২১ শতাংশ, পূরবী জেনারেল ইন্স্যুরেন্স, স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্স ২৩.১৯ শতাংশ, কেয়া কসমেটিকস ২২.৪৫ শতাংশ, পদ্মা লাইফ ইন্স্যুরেন্স ২০ শতাংশ ও ঢাকা ডাইংয়ের ১৯.৮০ শতাংশ দর বেড়েছে।
