ঢাকা, সোমবার, ৪ অগাস্ট ২০২৫, ১১:১৯ পূর্বাহ্ন

সপ্তাহজুড়ে পুঁজিবাজারে সূচক ও লেনদেনের আশা জাগানো উত্থান

অবশেষে ধারাবাহিক পতনের পর ঘুরে দাঁড়িয়েছে পুঁজিবাজার। সপ্তাহের বেশিরভাগ সময় মূল্য সূচকের উত্থান থাকায় ইতিবাচক প্রভাব রয়েছে পুঁজিবাজারে। সপ্তাহজুড়ে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান মূল্য সূচক বেড়েছে ৮৪.৮ পয়েন্ট। আলোচ্য সপ্তাহে ডিএসইতে টাকার অংকে লেনদেনও বেড়েছে।

ডিএসইর সাপ্তাহিক বাজার পরযালোচনায় এ তথ্য জানা গেছে।

গত সপ্তাহে ডিএসইতে ২ হাজার ৮৩ কোটি ২৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আগের সপ্তাহে ডিএসইতে লেনদেন হয়েছিল ১ হাজার ৬৯৩ কোটি ৪২ লাখ টাকার। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে ডিএসইতে ৩৮৯ কোটি ৮৩ লাখ টাকর লেনদেন বেড়েছে।

ডিএসইতে প্রধান মূল্যসূচক ডিএসইএক্স সপ্তাহের ব্যবধানে ৮৪ দশমিক ৮ পয়েন্ট বা ১ দশমিক ৬৬ শতাংশ বেড়ে ৫ হাজার ১৯৯ পয়েন্টে অবস্থান করছে।

বাজারমূলধনের শীর্ষ৩০  কোম্পানির মূল্যসূচক ডিএস৩০ আগের সপ্তাহের চেয়ে ৪৬ দশমিক ৮৭ পয়েন্ট বেড়ে ১ হাজার ৯২৬ পয়েন্টে অবস্থান করছে।

সপ্তাহের ব্যবধানে বেড়েছে ডিএসই এস বা শরীয়হ সূচক। সূচকটি  ৩০ দশমিক  ৮৯ পয়েন্ট বেড়ে ১ হাজার ১৪৪ পয়েন্টে অবস্থান করছে।

আলোচ্য সপ্তাহে ডিএসইতে মোট ৩৯৫টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ২৭৯টির, কমেছে ১০১টির এবং অপরবর্তিত রয়েছে ১৫টির।

এদিকে সার্বিক বাজারে উত্থান থাকায় ডিএসইর বাজার মূলধনেও ইতিবাচক প্রভাব রয়েছে।

গত সপ্তাহের শুরুতে ডিএসইর বাজার মূলধন ছিলো ৬ লাখ ৫৬ হাজার ৮৬৮ কোটি টাকা। আর সপ্তাহ শেষে বাজার মূলধন দাঁড়িয়েছে ৬ লাখ ৬৬  হাজার  ৩৩২ কোটি টাকা। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে ডিএসইর বাজার মূলধন বেড়েছে ১ দশমিক ২৯ শতাংশ বা ৮ হাজার ৪৬৩ কোটি ৫০ লাখ টাকা।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন