শেয়ারবাজারে তালিকাভুক্ত বেশিরভাগ কোম্পানির মুনাফা আগের বছরের তুলানায় কমেছে। তবে তালিকাভুক্ত ৪ বহুজাতিক কোম্পানির জুলাই-সেপ্টেম্বর,২৪ সমাপ্ত প্রান্তিকে ভালো মুনাফা করেছে। অন্যদিকে তালিকাভুক্ত ১৩ বহুজাতিক কোম্পানির মধ্যে ৯টিরই মুনাফা কমেছে।
ডিএসই ও কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।
তৃতীয় প্রান্তিকে আয় বাড়ার তালিকায় রয়েছে- বার্জার পেইন্টস বাংলাদেশ, ম্যারিকো বাংলাদেশ, সিঙ্গার বাংলাদেশ ও ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশ কোম্পানি (বিএটিবিসি)।
বার্জার পেইন্টস
চলতি বছরের জুলাই- সেপ্টেম্বর,২৪ প্রান্তিকে বার্জার পেইন্টসের আয় বেড়েছে ১১ দশমিক ৯২ শতাংশ। আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি আয় বা ইপিএস ১০ টাকা ১২ পয়সা থেকে বেড়ে দাঁড়িয়েছে ১২ টাকা ২০ পয়সা।

আলোচ্য প্রান্তিকে কোম্পানিটি ৫৮০ কোটি ৪ লাখ টাকা আয় করেছে। যেখানে আগের বছরের একই সময়ে কোম্পানিটির আয় হয়েছিল ৫১৮ কোটি ২৭ লাখ টাকা। এ বছরের এপ্রিল-সেপ্টেম্বর সময়ে ছয় মাসে কোম্পানিটির ১ হাজার ২৬৫ কোটি ৩০ লাখ টাকা আয় হয়েছে, যেখানে আগের বছরের একই সময়ে আয় ছিল ১ হাজার ২০০ কোটি ১৯ লাখ টাকা। আয় বাড়ার পাশাপাশি এ সময়ে কোম্পানির নিট মুনাফাও বেড়েছে।
ম্যারিকো
ম্যারিকো বাংলাদেশ লিমিটেডের ৭ দশমিক ৭৯ শতাংশ আয় বৃদ্ধি পেয়েছে। আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি আয় বা ইপিএস ৩৭ টাকা ১১ পয়সা থেকে বেড়ে দাঁড়িয়েছে ৪৬ টাকা ৫২ পয়সা।
কোম্পানিটির গত জুলাই-সেপ্টেম্বর প্রান্তিকে আয় হয়েছে ৪০৪ কোটি ৮১ লাখ টাকা। যেখানে আগের বছরের একই সময়ে আয় ছিল ৩৭৫ কোটি ৫৫ লাখ টাকা। আর এ বছরের এপিল-সেপ্টেম্বর সময়ে কোম্পানিটির আয় হয়েছে ৮৪০ কোটি ৭৭ লাখ টাকা, যেখানে আগের বছরের একই সময়ে আয় ছিল ৭৭১ কোটি ৭৭ লাখ টাকা। আয় বাড়ার পাশাপাশি এ সময়ে কোম্পানিটির নিট মুনাফাও বেড়েছে।
সিঙ্গার বাংলাদেশ
সিঙ্গার বাংলাদেশ গত জুলাই-সেপ্টেম্বর প্রান্তিকে ৩৫৯ কোটি ৯৩ লাখ টাকা আয় করেছে। যেখানে আগের বছরের একই সময়ে কোম্পানিটির আয় হয়েছিল ৩৩৫ কোটি ৬৬ লাখ টাকা। এ বছরের জানুয়ারি-সেপ্টেম্বর সময়ে নয় মাসে কোম্পানিটির ১ হাজার ৫৪৫ কোটি ৯০ লাখ টাকা আয় হয়েছে, যেখান আগের বছরের একই সময়ে আয় ছিল ১ হাজার ৪২৬ কোটি ২৭ লাখ টাকা। আয় বাড়া সত্ত্বেও ব্যয় বেড়ে যাওয়ার কারণে এ বছরের প্রথম নয় মাসে কোম্পানিটির নিট মুনাফা উল্লেখযোগ্য পরিমাণে কমেছে এবং সর্বশেষ প্রান্তিকে কোম্পানিটিকে ১৮ কোটি ৫৫ লাখ টাকা লোকসান গুনতে হয়েছে।
বিএটবিসি
বিএটিবিসির গত জুলাই-সেপ্টেম্বর প্রান্তিকে আয় হয়েছে ৮ হাজার ৫০৩ কোটি ৫৯ লাখ টাকা। যেখানে আগের বছরের একই সময়ে আয় ছিল ৮ হাজার ১২০ কোটি ৪৩ লাখ টাকা। আর এ বছরের জানুয়ারি-সেপ্টেম্বর সময়ে কোম্পানিটির আয় হয়েছে ৩০ হাজার ৮৪৩ কোটি ৩৬ লাখ টাকা, যেখানে আগের বছরের একই সময়ে আয় ছিল ২৯ হাজার ৩৪৯ কোটি ৯৭ লাখ টাকা। অবশ্য আয় বাড়লেও এ সময়ে কোম্পানিটির নিট মুনাফা কিছুটা কমেছে।


















