ঢাকা, মঙ্গলবার, ৫ অগাস্ট ২০২৫, ৭:৫৫ অপরাহ্ন

ব্লকে লাভেলোর ৫ কোটি টাকার বেশি লেনদেন

ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) বৃহস্পতিবার (৩১ অক্টোবর) ব্লক মার্কেটে ১৯টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এসব প্রতিষ্ঠানের মোট ১৪ কোটি ৯৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে সবচেয়ে বড় অংকের লেনদেন করেছে তাওফিকা ফুডস অ্যান্ড লাভেলো আইসক্রিম পিএলসি।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়,  বৃহস্পতিবার কোম্পানিটির সর্বোচ্চ ৫ কোটি ৭০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। কোম্পানিটি আজ ব্লক মার্কেটে সর্বোচ্চ ৯২ টাকা দরে ৬ লাখ ৬৬ হাজার শেয়ার লেনেদেন করে।

বেক্সিমকো ২ কোটি ৭০ লাখ ৫০ হাজার টাকার শেয়ার লেনদেন করে দ্বিতীয় স্থানে রয়েছে। আর ২ কোটি ৫৫ লাখ টাকার শেয়ার লেনদেন করে তৃতীয় অবস্থানে রয়েছে ওরিয়ন ইনফিউশন ।

 

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন