শেয়ারবাজারে তালিকাভুক্ত ২৩ প্রতিষ্ঠানের বোর্ড সভা আজ বৃহস্পতিবার অনুষ্ঠিত হবে। কোম্পানিগুলোর মধ্যে ব্যাংক খাতের ৬ কোম্পানি আজ তৃতীয় প্রান্তিকের বোর্ড সভা করবে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

ব্যাংক খাতের কোম্পানিগুলো হচ্ছে- এবি ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, ব্যাংক এশিয়া, এনআরবিসি ব্যাংক, স্ট্যান্ডার্ড ব্যাংক, ইউনিয়ন ব্যাংক পিএলসি।
অন্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে- লিন্ডে বিডি, ঢাকা ইন্স্যুরেন্স, মার্কেন্টাইল ইন্স্যুরেন্স, ফিনিক্স ইন্স্যুরেন্স, সানলাইফ ইন্স্যুরেন্স, ইয়াকিন পলিমার, এমকে ফুটওয়্যার লিমিটেড, কুইনসাউথ টেক্সটাইল, সিলকো ফার্মা।
মিউচ্যুয়াল ফান্ড

এদিকে আজ ৮ মিউচ্যুয়াল ফান্ডের ট্রাস্টি সভা অনুষ্ঠিত হবে। ফান্ডগুলো হচ্ছে-এক্সিমফার্স্ট ফান্ড, এফবিএফআইএফ, ট্রাস্ট ব্যাংক ফাস্ট ফান্ড, আইএফআইসি ফাস্ট ফান্ড, ফার্স্ট জনতা ফান্ড, ইবিএল ফাস্ট ফান্ড ও এটিএসএল গ্রোথ ফান্ড।
উল্লেখিত প্রতিষ্ঠানগুলোর সভায় ৩০ জুন,২০২৪ সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত ও ৩০ সেপ্টেম্বর,২৪ সমাপ্ত প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পরযালোচনা ও প্রকাশ করা হবে।