দেশের পুঁজিবাজারে বুধবার মূল্য সূচকের ব্যাপক উত্থানে লেনদেন শেষ হয়েছে। আর আজকে দীর্ঘদিন ঝিমিয়ে থাকা বীমা খাতের বেশিরভাগ কোম্পানির শেয়ার দর বেড়েছে। শেয়ারবাজারে তালিকাভুক্ত বীমা খাতের ৫৮টি কোম্পানির মধ্যে বুধবার ৫৭টি বা ৯৮.২৭ শতাংশ কোম্পানির দর বেড়েছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, বুধবার বীমা খাতের ৫ কোম্পানি ১০ শতাংশ করে দর বৃদ্ধি পেয়ে টপটেন গেইনার তালিকায় উঠে এসেছে।
কোম্পানিগুলো হচ্ছে-
সেন্ট্রাল ইন্স্যুরেন্স

সেন্ট্রাল ইন্স্যুরেন্সের বুধবার দর বেড়েছে ৩ টাকা ৮০ পয়সা বা ১০ শতাংশ। এতে কোম্পানিটি সর্বোচ্চ দর বৃদ্ধির তালিকায় শীর্ষে অবস্থান করছে। এদিন শেয়ারটি সর্বশেষ ৪১ টাকা ৮০ পয়সা দরে লেনদেন হয়। আজ কোম্পনিটি ২১৪ বারে ১ লাখ ২৪ হাজার ৬৬৭টি শেয়ার লেনদেন করে।
গত এক বছরে শেয়ারটি সর্বনিম্ন ৩১ টাকা ২০ পয়সা থেকে সর্বোচ্চ ৬৪ টাকা ২০ পয়সা পরযন্ত লেনদেন হয়। বর্তমানে এ ক্যাটাগরির কোম্পানিটির পিই রেশিও রয়েছে ১৯.১৯ পয়েন্ট।
ইস্টার্ণ ইন্স্যুরেন্স
ইস্টার্ণ ইন্স্যুরেন্সের বুধবার দর বেড়েছে ৪ টাকা ১০ পয়সা বা ১০ শতাংশ। এতে কোম্পানিটি সর্বোচ্চ দর বৃদ্ধির তালিকায় তৃতীয় অবস্থান করছে। এদিন শেয়ারটি সর্বশেষ ৪৫ টাকা ১০ পয়সা দরে লেনদেন হয়। আজ কোম্পনিটি ৪৬৮ বারে ১ লাখ ৮৭ হাজার ৫৩৬টি শেয়ার লেনদেন করে।
গত এক বছরে শেয়ারটি সর্বনিম্ন ৩৮ টাকা ১০ পয়সা থেকে সর্বোচ্চ ৮২ টাকা ১০ পয়সা পরযন্ত লেনদেন হয়। বর্তমানে কোম্পানিটির পিই রেশিও রয়েছে ২০.১ পয়েন্ট।
জনতা ইন্স্যুরেন্স
বুধবার জনতা ইন্স্যুরেন্সের ২ টাকা ২০ পয়সা বা ১০ শতাংশ দর বেড়ে টপটেন গেইনার তালিকার পঞ্চম স্থানে রয়েছে। এদিন শেয়ারটি সর্বশেষ ২৪ টাকা ২০ পয়সা দরে লেনদেন হয়। আজ কোম্পনিটি ১৩৭ বারে ৯১ হাজার ৫৬৮টি শেয়ার লেনদেন করে।
গত এক বছরে শেয়ারটি সর্বনিম্ন ২০ টাকা ৫০ পয়সা থেকে সর্বোচ্চ ৪২ টাকা পয়সা পরযন্ত লেনদেন হয়। বর্তমানে কোম্পানিটির পিই রেশিও রয়েছে ১৭.৭৪ পয়েন্ট।
সোনার বাংলা ইন্স্যুরেন্স
বুধবার সোনারবাংলা ইন্স্যুরেন্সের ১ টাকা ৯০ পয়সা বা ১০ শতাংশ দর বেড়ে টপটেন গেইনার তালিকার নবম স্থানে রয়েছে। এদিন শেয়ারটি সর্বশেষ ২০ টাকা ৯০ পয়সা দরে লেনদেন হয়। আজ কোম্পনিটি ৫৮ বারে ৩৭ হাজার ৬৪৮টি শেয়ার লেনদেন করে।
গত এক বছরে শেয়ারটি সর্বনিম্ন ১৭ টাকা ৬০ পয়সা থেকে সর্বোচ্চ ৪৬ টাকা ৮০ পয়সা পরযন্ত লেনদেন হয়। এ ক্যাটাগরির কোম্পানিটির বর্তমানে পিই রেশিও রয়েছে ৪৭.৫ পয়েন্ট।
ইউনিয়ন ইন্স্যুরেন্স
ইউনিয়ন ইন্স্যুরেন্সের ২ টাকা ৪০ পয়সা বা ১০ শতাংশ দর বেড়ে টপটেন গেইনার তালিকার দশম স্থানে রয়েছে। এদিন শেয়ারটি সর্বশেষ ২৬ টাকা ৪০ পয়সা দরে লেনদেন হয়। আজ কোম্পনিটি ৪০১ বারে ৪ লাখ ৭৪ হাজার ৬৫টি শেয়ার লেনদেন করে।
গত এক বছরে শেয়ারটি সর্বনিম্ন ২১ টাকা ২০ পয়সা থেকে সর্বোচ্চ ৭৪ টাকা ৮০ পয়সা পরযন্ত লেনদেন হয়। এ ক্যাটাগরির কোম্পানিটির বর্তমানে পিই রেশিও রয়েছে ১৩.২৬ পয়েন্ট।