পুঁজিবাজারে তালিকাভুক্ত বহুজাতিক কোম্পানি বৃটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশ কোম্পানি (বিএটিবিসি) লিমিটেড গত ৩০ সেপ্টেম্বর, ২০২৪ তারিখে সমাপ্ত প্রান্তিকের জন্য অন্তর্বর্তী লভ্যাংশ ঘোষণা করেছে। আলোচ্য সময়ে কোম্পানিটি শেয়ারহোল্ডারদের ১৫০ শতাংশ অন্তর্বর্তী লভ্যাংশ দেবে।
কোম্পানিটি (জুলাই,২৪-সেপ্টেম্বর,২৪) সমাপ্ত তিন মাসের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পরযালোচনা করে এ লভ্যাংশ ঘোষণা করেছে।

মঙ্গলবার (২৯ অক্টোবর) কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে আলোচনা শেষে এ লভ্যাংশ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানিটির প্রতিটি ১০টাকা মূল্যের শেয়ারের বিপরীতে ১৫ টাকা করে লভ্যাংশ পাবে বিনিয়োগকারীরা।

বিএটিবিসির লভ্যাংশ সংক্রান্ত রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ১৯ নভেম্বর।