টানা ৪ দিনের তীব্র দরপতন শেষে মঙ্গলবার উত্থানে ফিরেছে দেশের পুঁজিবাজার। আজ ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান মূল্য সূচক ডিএসইএক্স ১১৮.৮০ পয়েন্ট বা ২ শতাংশ বৃদ্ধি পেয়েছে। এদিন দর বেড়েছে ডিএসইতে লেনদেনে অংশ নেয়া ৩১২টি বা ৭৯ শতাংশ কোম্পানির। তবে ডিএসইতে টাকার অংকে লেনদেনের পরিমাণ সামান্য কমেছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, মঙ্গলবার ডিএসই প্রধান সূচক ডিএসইএক্স ১১৮.৮০ পয়েন্ট বেড়ে ৫ হাজার ১৭ পয়েন্টে অবস্থান করছে। অন্য সূচকগুলোর মধ্যে- ডিএসই–৩০ সূচক ৫২.৩৮ পয়েন্ট বেড়ে ১ হাজার ৮৫৮ পয়েন্টে অবস্থান করছে। এছাড়া ডিএসইএস বা শরীয়াহ সূচক ২৬.২০ পয়েন্ট বেড়েছে।
সপ্তাহের তৃতীয় কর্মদিবসে ডিএসইতে লেনদেন হওয়া ৩৯৮টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৩১২টির, দর কমেছে ৫৭টির এবং দর অপরিবর্তীত রয়েছে ২৫টির।
এদিকে মঙ্গলবার ডিএসইতে ৩৪৬ কোটি ৫৮ লাখ টাকার শেয়ার ও ইউনিটের লেনদেন হয়েছে। যা আগের দিন থেকে ১০ কোটি ৬৬ লাখ টাকা কম। গতকাল লেনদেন হয়েছিল ৩৫৭ কোটি ২৪ লাখ টাকার।
আজ চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। আজ সিএসই সার্বিক সূচক সিএএসপিআই বেড়েছে ১৯৬ পয়েন্ট।
সিএসইতে ১৮০টি প্রতিষ্ঠানের শেয়ার লেনদেন হয়েছে। তার মধ্যে ১০২টির দর বেড়েছে, কমেছে ৫৬টির আর ২২টির দর অপরিবর্তিত রয়েছে।
মঙ্গলবার সিএসইতে ১০ কোটি ৮ লাখ ২৫ হাজার টাকার শেয়ার ও ইউনিট কেনাবেচা হয়েছে।