ঢাকা, মঙ্গলবার, ৫ অগাস্ট ২০২৫, ৮:২০ অপরাহ্ন

৪ বছর ধরে লভ্যাংশ দেয়না রিং শাইন টেক্সটাইল

পুঁজিবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি রিংশাইন টেক্সটাইল গত ৪ বছর ধরে শেয়ারহোল্ডারদের জন্য কোন লভ্যাংশ ঘোষণা করে না। এই ধারবাহিকতায় কোম্পানিটি  গত ৩০ জুন, ২০২৪ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য কোন লভ্যাংশ ঘোষণা করেনি।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

আলোচিত বছরের জন্য কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান ৩ টাকা ০৬ পয়সা হয়েছে। গত বছর একই সময়ে  লোকসান ২ টাকা ৫৩ পয়সা  হয়েছিল। আলোচ্য সময়ে কোম্পানিটির লোকসান বেড়েছে ৫৩ পয়সা বা ২০.৯৪ শতাংশ।

৩০ জুন, ২০২৪ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভি) মাইনাস   ৮ টাকা ০৩ পয়সা ছিল।

আগামী ১৮ ডিসেম্বর কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে, যার জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ১৩ নভেম্বর।

উল্লেখ্য, রিংশাইন টেক্সটাইল ২০১৯ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়। ওইবছর কোম্পানিটি শেয়ারহোল্ডারদের ১৫ শতাংশ বোনাস লভ্যাংশ দিয়েছিল। এরপর ২০২০, ২০২১ ও ২০২২ সালে কোম্পানিটি শেয়ারহোল্ডারদের কোন লভ্যাংশ দেয়নি।

জেড ক্যাটাগরির কোম্পানিটির বর্তমানে ৬২৫ কোটি ৩৫ লাখ টাকার পুঞ্জীভূত লোকসান রয়েছে।

 

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন