ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সোমবার দর বেড়েছে ১০৫টি বা ২৬.৪৪ শতাংশ কোম্পানির। আর আজকে সবচেয়ে বেশি দর বেড়েছে ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স পিএলসির।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সোমবার ডিএসইতে কোম্পানির দর ১০ টাকা ১০ পয়সা বা ৯.৯৭ শতাংশ বেড়ে তালিকার শীর্ষে রয়েছে। এদিন শেয়ারটি সর্বশেষ ১১১ টাকা ৪০ পয়সা দরে লেনদেন হয়।
তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে এস্কয়ার নিট কম্পোজিট পিএলসি। রবিবার শেয়ারটির দর ১ টাকা ৮০ পয়সা বা ৯.৫৭ শতাংশ বেড়েছে। এদিন শেয়ারটি সর্বশেষ ২০ টাকা ৬০ পয়সা লেনদেন হয়।
ডেসকো দশমিক ৭০ পয়সা বা ৩.৬৮ শতাংশ দর বেড়ে তালিকার তৃতীয় স্থানে রয়েছে।
ডিএসইতে দর বৃদ্ধির তালিকায় থাকা অন্য কোম্পানিগুলোর মধ্যে- সামিট অ্যালায়েন্সের ৬.৩২ শতাংশ, কপারটেক ইন্ডাস্ট্রিজের ৬.২১ শতাংশ, ইভিন্স টেক্সটাইলের ৫.৪৯ শতাংশ, টেকনো ড্রাগসের ৫.২৪ শতাংশ, সেন্ট্রাল ইন্সুরেন্সের ৫.০১ শতাংশ, বেস্ট হোল্ডিংসের ৪.৮৯ শতাংশ এবং ফারইস্ট নিটিং এন্ড ডাইং ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ৪.৩৯ শতাংশ দর বেড়েছে।
