শেয়ারবাজারে তালিকাভুক্ত ৩৫ কোম্পানির বোর্ড সভা আজ রোববার (২৭ অক্টোবর) অনুষ্ঠিত হবে। কোম্পানিগুলোর মধ্যে বস্ত্র খাতের ৫ কোম্পানি আজ লভ্যাংশ সংক্রান্ত বোর্ড সভা করবে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিগুলো হচ্ছে- মালেক স্পিনিং মিলস, জাহিন স্পিনিং, ভিএফএস থ্রেড ডাইং, দুলামিয়া কটন ও রিংশাইন টেক্সটাইল লিমিটেড।
এছাড়া অন্য খাতের কোম্পানির মধ্যে রয়েছে- শ্যামপুর সুগার, সালভো কেমিক্যাল, বিডি ল্যাম্পস, অলিম্পিক এক্সেসরিজ, মিরাকল ইন্ডাস্ট্রিজ, ডরিন পাওয়ার, জেনেক্স ইনফোসিস, সী পার্ল, টেকনো ড্রাগস, কাশেম ইন্ডাস্ট্রিজ, এএমসিএল (প্রাণ), একমি ল্যাবরেটরিজ, আফতাব অটোমোবাইলস, জিলবাংলা সুগার, খুলনা পাওয়ার, শাহজিবাজার পাওয়ার, ইনফর্মেশন সার্ভিসেস নেটওয়ার্ক, বিডি অটোকার্স, রহিমা ফুড, রংপুর ফাউন্ড্রি, ইনটেক অনলাইন, অলিম্পিক ইন্ডাস্ট্রিজ, নাভানা সিএনজি, এমজেএল বাংলাদেশ, ইউনিয়ন ইন্স্যুরেন্স, স্যোসাল ইসলামী ব্যাংক, রূপালী ব্যাংক, ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফাইন্যান্স, ফারইস্ট ফাইন্যান্স এবং এক্সিম ব্যাংক।
উল্লেখিত কোম্পানিগুলোর সভায় ৩০ জুন,২০২৪ সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত ও ৩০ সেপ্টেম্বর,২৪ সমাপ্ত প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পরযালোচনা ও প্রকাশ করা হবে।
