ঢাকা, শনিবার, ২ অগাস্ট ২০২৫, ৭:০২ অপরাহ্ন

গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে একই পরিবারের ৬ জন দগ্ধ

নারায়ণগঞ্জের রূপগঞ্জ এলাকায় গ্যাস লাইনের লিকেজ থেকে বিস্ফোরণে নারী ও শিশুসহ একই পরিবারের ৬ জন দগ্ধ হয়েছে।

গতকাল শুক্রবার (২৫ অক্টোবর) রাতে উপজেলার গফরগাঁও এলাকায় এই ঘটনা ঘটে। পরে রাত ১২টার দিকে দগ্ধ অবস্থায় তাদেরকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে জরুরি বিভাগে নিয়ে আসা হয়।

স্বজনরা জানান, দগ্ধরা সবাই পোশাক শ্রমিকের কাজ করতো। কাজ শেষে বাড়ি ফিরে মশার কয়েল ধরাতে গেলে বিস্ফোরণে দগ্ধ হন তারা।

তাদের ধারণা, লাইনের গ্যাস লিকেজ হয়ে ওই ঘরে আগেই গ্যাস জমে ছিলো। পরে মশার কয়েল ধরাতে গেলে বিস্ফোরণে সবাই দগ্ধ হয়।

বার্ন ইনস্টিটিউটের দায়িত্বরত চিকিৎসক জানান, দগ্ধদের প্রায় সবারই শরীরের অর্ধেকের বেশি অংশ দগ্ধ হয়েছে। তবে এ নিয়ে ক্যামেরার সামনে কেউ কথা বলেনি।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ