শেয়ারবাজারে ওষুধ-রসায়ন খাতে তালিকাভুক্ত কোম্পানি জেএমআই হসপিটাল রিকুইজিট ম্যানুফ্যাকচারিং সহযোগী প্রতিষ্ঠানে ৮ কোটি টাকা বিনিয়োগের সিদ্ধান্ত নিয়েছে। গতকাল (২৩ অক্টোব) কোম্পানির পরিচালনা পর্ষদ সহযোগী প্রতিষ্ঠানে বিনিয়োগের বিষয়টি অনুমোদন করেছে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, জেএমআই হসপিটাল সহযোগী প্রতিষ্ঠান জেএমআই স্পোশালাইজড হসপিটাল লিমিটেডে ৮ কোটি টাকা বিনিয়োগ করবে।
উল্লেখ্য, জেএমআই হসপিটাল রিকুইজিট ২০২২ সালে শেয়ারবাজারে তালিকাভুক্ত হয়। কোম্পানিটি ২০২৩-২৪ অর্থবছরের জন্য শেয়ারহোল্ডারদের ১০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে।