ঢাকা, সোমবার, ৪ অগাস্ট ২০২৫, ৯:২৩ অপরাহ্ন

ব্যবসা সম্প্রসারণে করবে স্কয়ার ফার্মা

শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি স্কয়ার ফার্মার পরিচালনা পর্ষদ ভবিষ্যাতে কোম্পানির ব্যবসা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। একারণে কোম্পানিটির পর্ষদ ৫০০ কোটি টাকা অনুমোদন করেছে।

বুধবার(২৩,অক্টোবর) কোম্পানির পরিচালনা পর্ষদের সভায় এ সিদ্ধান্ত হয়েছে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, কোম্পানিটি ভবিষ্যতে ব্যবসা বাড়ানোর অংশ হিসেবে বিএমআরই প্রকল্প, মূলধনী যন্ত্রপাতি এবং জমি কিনবে।

উল্লেখ্য, স্কয়ার ফার্মার ৩০ জুন,২০২৪ সমাপ্ত হিসাব বছরে শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ২৩ টাকা ৬১ পয়সা, যা আগের বছরের ২১ টাকা ৪১ পয়সা থেকে বেড়েছে। আলোচ্য বছরে কোম্পানিটি ১১০ শতাংশ নগদ লভ্যাংশ দেবে।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন