ঢাকা, সোমবার, ৪ অগাস্ট ২০২৫, ২:১৭ পূর্বাহ্ন

ডিএসইতে ২৭২ কোম্পানির দরপতন, লেনদেনও তলানিতে

সপ্তাহের শেষ কর্মদিবস বৃহস্পতিবারও মূল্য সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে শেয়ারবাজারে। আজ ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেয়া ২৭২টি বা ৬৮ শতাংশ কোম্পানির দরপতন হয়েছে। এদিন ডিএসইতে টাকার অংকে লেনদেনও তলানিতে নেমেছে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, বৃহস্পতিবার ডিএসই প্রধান সূচক ডিএসইএক্স ৫৫ পয়েন্ট কমে ৫ হাজার ১১৪ পয়েন্টে অবস্থান করছে। অন্য সূচকগুলোর মধ্যে- ডিএসই–৩০ সূচক ১৩ পয়েন্ট কমে ১ হাজার ৮৭৯ পয়েন্টে  অবস্থান করছে। এছাড়া ডিএসইএস বা শরীয়াহ সূচক ১৮ পয়েন্ট কমেছে।

সপ্তাহের শেষ কর্মদিবসে ডিএসইতে লেনদেন হওয়া ৩৯৫টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৮৩টির, দর কমেছে ২৭২টির এবং দর অপরিবর্তীত রয়েছে ৪০টির।

এদিকে বৃহস্পতিবার ডিএসইতে ৩০৬ কোটি ১ লাখ টাকার শেয়ার ও ইউনিটের লেনদেন হয়েছে। যা আগের দিন থেকে ১৫ কোটি ৯৮ লাখ টাকা কম। গতকাল লেনদেন হয়েছিল ৩২১ কোটি ৯৯ লাখ টাকার।

আজ চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। আজ সিএসই সার্বিক সূচক সিএএসপিআই কমেছে ১৯৯ পয়েন্ট।

সিএসইতে ১৮৪টি প্রতিষ্ঠানের শেয়ার লেনদেন হয়েছে। তার মধ্যে ৩৯টির দর বেড়েছে, কমেছে ১৩০টির আর ১৫টির দর অপরিবর্তিত রয়েছে।

বৃহস্পতিবার সিএসইতে ৪ কোটি ১৫ লাখ ৮৮ হাজার টাকার শেয়ার ও ইউনিট কেনাবেচা হয়েছে।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন