এবি ব্যাংক পি.এল.সি. সম্প্রতি চট্টগ্রাম বিভাগের বিভিন্ন শাখার কর্মকর্তাদের জন্য মানি লন্ডারিং ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধ বিষয়ক দিনব্যাপী একটি প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করেছে। কর্মশালাটি চট্টগ্রামে অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের চট্টগ্রাম শাখার নির্বাহী পরিচালক জনাব আরিফ হোসেন খান এবং বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের চট্টগ্রাম শাখার পরিচালক জনাব মোঃ আরিফুজ্জামান।

কর্মশালায় বাংলাদেশ ব্যাংকের চট্টগ্রাম শাখার পরিচালক জনাব মোঃ আরিফুজ্জামান এবং এবি ব্যাংকের মানি লন্ডারিং ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধ বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা প্রশিক্ষণ প্রদান করেন। কর্মশালার উদ্দেশ্য ছিল ব্যাংকিং কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার পাশাপাশি মানি লন্ডারিং প্রতিরোধে কর্মকর্তা-কর্মচারীদের দক্ষতা বৃদ্ধি করা।