দেশের শেয়ারবাজারের অস্থিরতা যেন কোনভাবেই কাটছে না। তীব্র দরপতনে প্রতিনিয়তই পুঁজি হারিয়ে নিঃস্ব হচ্ছে বিনিয়োগকারীরা। দেশের প্রধান শেয়ার বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বুধবারও মূল্য সূচকের বড় পতনে লেনদেন শেষ হয়েছে। আজ ডিএসই প্রধান মূল্য সূচক ডিএসইএক্স কমেছে ৭১.৯৮ পয়েন্ট। এদিন ডিএসইতে টাকার অংকে লেনদেনও কমেছে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, বুধবার ডিএসই প্রধান সূচক ডিএসইএক্স ৭১ পয়েন্ট কমে ৫ হাজার ১৬৯ পয়েন্টে অবস্থান করছে। অন্য সূচকগুলোর মধ্যে- ডিএসই–৩০ সূচক ৩১ পয়েন্ট কমে ১ হাজার ৮৯২ পয়েন্টে অবস্থান করছে। এছাড়া ডিএসইএস বা শরীয়াহ সূচক ১১ পয়েন্ট কমেছে।
সপ্তাহের চতুর্থ কর্মদিবসে ডিএসইতে লেনদেন হওয়া ৩৯৯টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৫২টির, দর কমেছে ৩০৬টির এবং দর অপরিবর্তীত রয়েছে ৪১টির।
এদিকে বুধবার ডিএসইতে ৩২১ কোটি ৯৯ লাখ টাকার শেয়ার ও ইউনিটের লেনদেন হয়েছে। যা আগের দিন থেকে ৩৬ কোটি ২৩ লাখ টাকা কম। গতকাল লেনদেন হয়েছিল ৩৫৮ কোটি ২২ লাখ টাকার।
আজ চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। আজ সিএসই সার্বিক সূচক সিএএসপিআই কমেছে ১২১ পয়েন্ট।
সিএসইতে ১৯৪টি প্রতিষ্ঠানের শেয়ার লেনদেন হয়েছে। তার মধ্যে ৪২টির দর বেড়েছে, কমেছে ১২৭টির আর ২৫টির দর অপরিবর্তিত রয়েছে।
বুধবার সিএসইতে ৩ কোটি ১২ লাখ ৮০ হাজার টাকার শেয়ার ও ইউনিট কেনাবেচা হয়েছে।