ঢাকা, রবিবার, ৩ অগাস্ট ২০২৫, ১:০৫ অপরাহ্ন

ডিএসইতে ৩০৬, সিএসইতে ১২৭ কোম্পানির দর বৃদ্ধি

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মঙ্গলবার মূল্য সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। এদিন ডিএসইতে লেনদেনে অংশ নেয়া ৩০৬টি বা ৭৭ শতাংশ কোম্পানির দর বেড়েছে। আজ ডিএসইতে টাকার অংকে লেনদেনও বেড়েছে।

অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সূচকের বড় উত্থানে লেনদেন শেষ হয়েছে। আজ সিএসইতে লেনদেনে অংশ নেয়া ১২৭টি বা ৬৪ শতাংশ কোম্পানির দর বেড়েছে।

ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, মঙ্গলবার ডিএসই প্রধান সূচক ডিএসইএক্স ৬৮ পয়েন্ট বেড়ে ৫ হাজার ২৪১ পয়েন্টে অবস্থান করছে। অন্য সূচকগুলোর মধ্যে- ডিএসই–৩০ সূচক ২০ পয়েন্ট বেড়ে ১ হাজার ৯২৪ পয়েন্টে  অবস্থান করছে। এছাড়া ডিএসইএস বা শরীয়াহ সূচক ১৭ পয়েন্ট বেড়েছে।

সপ্তাহের তৃতীয় কর্মদিবসে ডিএসইতে লেনদেন হওয়া ৩৯৫টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৩০৬টির, দর কমেছে ৫৫টির এবং দর অপরিবর্তীত রয়েছে ৩৪টির।

এদিকে মঙ্গলবার ডিএসইতে ৩৫৮ কোটি ২২ লাখ টাকার শেয়ার ও ইউনিটের লেনদেন হয়েছে। যা আগের দিন থেকে ১৩ কোটি ৪৪ লাখ টাকা বেশি। গতকাল লেনদেন হয়েছিল ৩৪৪ কোটি ৭৭ লাখ টাকার।

আজ চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। আজ সিএসই সার্বিক সূচক সিএএসপিআই বেড়েছে ১০৯ পয়েন্ট।

সিএসইতে ১৯৮টি প্রতিষ্ঠানের শেয়ার লেনদেন হয়েছে। তার মধ্যে ১২৭টির দর বেড়েছে, কমেছে ৪৬টির আর ২৫টির দর অপরিবর্তিত রয়েছে।

মঙ্গলবার সিএসইতে ১৩ কোটি ৬৭ লাখ ৮১ হাজার টাকার শেয়ার ও ইউনিট কেনাবেচা হয়েছে।

 

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন