ঢাকা, রবিবার, ৩ অগাস্ট ২০২৫, ১০:৩৫ অপরাহ্ন

উচ্চ মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে নীতি সুদহার বাড়ালো বাংলাদেশ ব্যাংক

উচ্চ মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে নীতি সুদহার বাড়ালো বাংলাদেশ ব্যাংক

বাংলাদেশে উচ্চ মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে নীতি সুদহার বা রেপো রেট বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক। মঙ্গলবার (২২ অক্টোবর) এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে, নীতি সুদহার ০.৫০ শতাংশ পয়েন্ট বাড়িয়ে ৯.৫০ শতাংশ থেকে ১০ শতাংশে পুনর্নির্ধারণ করা হয়েছে। এর ফলে কেন্দ্রীয় ব্যাংক থেকে ব্যাংকগুলো যে সুদে টাকা ধার নেবে, তা বেড়ে যাবে।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, নীতি সুদহার করিডরের ঊর্ধ্বসীমা স্ট্যান্ডিং ল্যান্ডিং ফ্যাসিলিটি (এসএলএফ) সুদহার ১১ শতাংশ থেকে বেড়ে ১১.৫০ শতাংশ করা হয়েছে। এছাড়া নিম্নসীমা স্ট্যান্ডিং ডিপোজিট ফ্যাসিলিটি (এসডিএফ) সুদহার ৮ শতাংশ থেকে ৮.৫০ শতাংশে উন্নীত করা হয়েছে।

বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, এই নতুন সুদহার ২৭ অক্টোবর থেকে কার্যকর হবে।

মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে কেন্দ্রীয় ব্যাংক আরও দুই দফায় নীতি সুদহার বাড়ানোর পরিকল্পনা করেছে বলে আগেই জানিয়েছিলেন গভর্নর আহসান এইচ মনসুর। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে না আসা পর্যন্ত সংকোচনমূলক মুদ্রানীতি অব্যাহত থাকবে বলে জানান তিনি।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন