ঢাকা, সোমবার, ৪ অগাস্ট ২০২৫, ১২:৩৫ পূর্বাহ্ন

৫ কর্মদিবস পর উত্থান শেয়ারবাজারে

টানা পাঁচ কর্মদিবস তীব্র দরপতন শেষে সোমবার কিছুটা উত্থানে ফিরেছে দেশের শেয়ারবাজার। আজ ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সব ধরনের মূল্য সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। তবে এদিন ডিএসইতে টাকার অংকে লেনদেন সামান্য কমেছে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, সোমবার ডিএসই প্রধান সূচক ডিএসইএক্স ১২ পয়েন্ট বেড়ে ৫ হাজার ১৭৩ পয়েন্টে অবস্থান করছে। অন্য সূচকগুলোর মধ্যে- ডিএসই–৩০ সূচক ৭ পয়েন্ট বেড়ে ১ হাজার ৯০৩ পয়েন্টে  অবস্থান করছে। এছাড়া ডিএসইএস বা শরীয়াহ সূচক ১ পয়েন্ট বেড়েছে।

সপ্তাহের দ্বিতীয় কর্মদিবসে ডিএসইতে লেনদেন হওয়া ৩৯৭টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৫০টির, দর কমেছে ১৮৪টির এবং দর অপরিবর্তীত রয়েছে ৬৩টির।

এদিকে সোমবার ডিএসইতে ৩৪৪ কোটি ৭৭ লাখ টাকার শেয়ার ও ইউনিটের লেনদেন হয়েছে। যা আগের দিন থেকে ১৭ কোটি ৬৪ লাখ টাকা কম। গতকাল লেনদেন হয়েছিল ৩৬২ কোটি ৪২ লাখ টাকার।

আজ চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচকের সামান্য পতনে লেনদেন শেষ হয়েছে। আজ সিএসই সার্বিক সূচক সিএএসপিআই কমেছে ১১ পয়েন্ট।

সিএসইতে ১৭৯টি প্রতিষ্ঠানের শেয়ার লেনদেন হয়েছে। তার মধ্যে ৫৩টির দর বেড়েছে, কমেছে ১০২টির আর ২৪টির দর অপরিবর্তিত রয়েছে।

সোমবার সিএসইতে ৫ কোটি ৯৭ লাখ ৫৫ হাজার টাকার শেয়ার ও ইউনিট কেনাবেচা হয়েছে।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন