সরকার রাষ্ট্রায়ত্ত ছয় ব্যাংক এবং বিশেষায়িত চার ব্যাংকে নতুন ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) নিয়োগ দিয়েছে।
প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস এই নিয়োগ অনুমোদন করেছেন। সোমবার অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ থেকে ছয়টি পৃথক চিঠি ব্যাংকগুলোর চেয়ারম্যানদের কাছে পাঠানো হয়েছে।
নতুন নিয়োগের তালিকায় রয়েছেন:
১. **সোনালী ব্যাংক:** এমডি ও সিইও হিসেবে নিয়োগ পেয়েছেন বাংলাদেশ কৃষি ব্যাংকের বর্তমান এমডি মো. শওকত আলী খান।
২. **অগ্রণী ব্যাংক:** এমডি ও সিইও পদে নিয়োগ পেয়েছেন ব্যাংকটির সাবেক ডিএমডি মো. আনোয়ারুল ইসলাম।

৩. **জনতা ব্যাংক:** প্রবাসী কল্যাণ ব্যাংকের এমডি মো. মজিবর রহমান নতুন এমডি ও সিইও হিসেবে দায়িত্ব পালন করবেন।
৪. **বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক:** এমডি ও সিইও হিসেবে দায়িত্ব নেবেন জনতা ব্যাংকের সাবেক ডিএমডি মো. জসীম উদ্দিন।
৫. **বেসিক ব্যাংক:** জনতা ব্যাংকের সাবেক ডিএমডি মো. কামরুজ্জামান নতুন এমডি ও সিইও হিসেবে নিয়োগ পেয়েছেন।
৬. **রূপালী ব্যাংক:** রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের ডিএমডি মো. আ. রহিম নতুন এমডি ও সিইও হিসেবে দায়িত্ব পালন করবেন।
বিশেষায়িত চার ব্যাংকের এমডি নিয়োগে আছেন:
১. **আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংক:** সোনালী ব্যাংকের ডিএমডি মীর মোফাজ্জল হোসেন।
২. **পল্লী সঞ্চয় ব্যাংক:** বাংলাদেশ কৃষি ব্যাংকের ডিএমডি সালমা বানু।
৩. **বাংলাদেশ কৃষি ব্যাংক:** সোনালী ব্যাংকের ডিএমডি সঞ্চিতা বিনতে আলী।
৪. **প্রবাসী কল্যাণ ব্যাংক:** বাংলাদেশ কৃষি ব্যাংকের ডিএমডি চানু গোপাল ঘোষ।
উল্লেখ্য, গত ১৯ সেপ্টেম্বর অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ একসঙ্গে ছয়টি রাষ্ট্রায়ত্ত ব্যাংকের এমডি অপসারণ করেছিল, এরপর এক মাস ধরে এই ব্যাংকগুলো এমডি ছাড়াই পরিচালিত হচ্ছিল।


















