শেয়ারবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি তুংহাই নিটিং অ্যান্ড ডাইংয়ের উৎপাদন ও কারযক্রম দীর্ঘদিন ধরে বন্ধ রয়েছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, সোমবার,২১ অক্টোবর ডিএসইর একটি প্রতিনিধি দল তুং হাই নিটিংয়ের কারখানা পরিদর্শনে যেয়ে দেখে কোম্পানিটির কারখানা বন্ধ রয়েছে। কারখানার যন্ত্রপাতি দেখে মনে হচ্ছিল দীর্ঘদিন ব্যবহার হয়নি এবং মরিচা পড়া ছিল।
উল্লেখ্য, বর্তমানে কোম্পানিটির শেয়ার ডিএসইতে ৩ টাকা ৫০ পয়সায় লেনদেন হচ্ছে। শেয়ারবাজারে ২০১৪ সালে তালিকাভুক্ত কোম্পানিটি পুঞ্জীভূত লোকসানে রয়েছে।