ঢাকা, মঙ্গলবার, ৫ অগাস্ট ২০২৫, ১০:২৬ অপরাহ্ন

৩৪৬ কোম্পানির দরপতন, সূচক ৪ মাস আগের অবস্থানে

সপ্তাহের প্রথম কর্মদিবস রবিবারও ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের বড় পতনে লেনদেন শেষ হয়েছে। এদিন ডিএসইতে লেনদেনে অংশ নেয়া ৩৪৬টি বা ৮৬.৫ শতাংশ কোম্পানির দরপতন হয়েছে। আজ ডিএসই প্রধান মূল্য সূচক ডিএসইএক্স ৯৭.২৪ পয়েন্ট কমে ৪ মাস আগের অবস্থানে নেমে গেছে। এদিন ডিএসইতে টাকার অংকে লেনদেন কিছুটা বেড়েছে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, রবিবার ডিএসই প্রধান সূচক ডিএসইএক্স ৯৭ পয়েন্ট বা ১ শতাংশ  কমে ৫ হাজার ১৬০ পয়েন্টে অবস্থান করছে; যা গত ৪ মাসের মধ্যে সর্বনিম্ন অবস্থান। এর আগে গত ১৯ জুন এই সূচকের অবস্থান ছিল ৫ হাজার ১৬১ পয়েন্ট।

অন্য সূচকগুলোর মধ্যে- ডিএসই–৩০ সূচক ৩৪ পয়েন্ট কমে ১ হাজার ৮৯৬ পয়েন্টে  অবস্থান করছে। এছাড়া ডিএসইএস বা শরীয়াহ সূচক ১৮ পয়েন্ট কমেছে।

সপ্তাহের প্রথম কর্মদিবসে ডিএসইতে লেনদেন হওয়া ৪০০টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ২৭টির, দর কমেছে ৩৪৬টির এবং দর অপরিবর্তীত রয়েছে ২৭টির।

এদিকে রবিবার ডিএসইতে ৩৬২ কোটি ৪২ লাখ টাকার শেয়ার ও ইউনিটের লেনদেন হয়েছে। যা আগের দিন থেকে ৫৫ কোটি ৫৩ লাখ টাকা বেশি। বৃহস্পতিবার লেনদেন হয়েছিল ৩০৬ কোটি ৮৯ লাখ টাকার।

আজ চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। আজ সিএসই সার্বিক সূচক সিএএসপিআই কমেছে ২৭১ পয়েন্ট।

সিএসইতে ২৩০টি প্রতিষ্ঠানের শেয়ার লেনদেন হয়েছে। তার মধ্যে ২৬টির দর বেড়েছে, কমেছে ১৮১টির আর ২৩টির দর অপরিবর্তিত রয়েছে।

রবিবার সিএসইতে ৬ কোটি ৩৩ লাখ ৬২ হাজার টাকার শেয়ার ও ইউনিট কেনাবেচা হয়েছে।

 

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন