তারল্য সংকটে থাকা ছয় ব্যাংককে এক হাজার ৬৪০ কোটি টাকা ঋণ সহায়তা প্রদান করেছে সবল তিন ব্যাংক। রোববার (২০ অক্টোবর) বাংলাদেশ ব্যাংক সূত্রে এ তথ্য জানা গেছে।
অর্থ সহায়তা পাওয়া ব্যাংকগুলোর মধ্যে রয়েছে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, সোস্যাল ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক, ন্যাশনাল ব্যাংক, এবং এক্সিম ব্যাংক। এসব ব্যাংকের তারল্য সংকট কাটিয়ে উঠতে সোনালী ব্যাংক, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক, ও ডাচ-বাংলা ব্যাংক ঋণ সহায়তা দিয়েছে।
বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, সোনালী ব্যাংক পিএলসি, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি ও ডাচ-বাংলা ব্যাংক পিএলসি মোট ছয়টি ব্যাংককে ১ হাজার ৬৪০ কোটি টাকা ঋণ সহায়তা দিয়েছে। এর মধ্যে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পেয়েছে ৩৭৫ কোটি টাকা, সোস্যাল ইসলামী ব্যাংক ৩০০ কোটি, ইউনিয়ন ব্যাংক ১৫০ কোটি, গ্লোবাল ইসলামী ব্যাংক ৯৫ কোটি, ন্যাশনাল ব্যাংক পিএলসি ৩২০ কোটি এবং এক্সিম ব্যাংক পিএলসি ৪০০ কোটি টাকা সহায়তা পেয়েছে।
কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র হুসনে আরা শিখা জানান, গ্রাহকদের আস্থা ফিরিয়ে আনতে সর্বাত্মক চেষ্টা করা হচ্ছে। তবে মানুষকে অহেতুক আতঙ্কিত হয়ে ব্যাংকের ওপর চাপ সৃষ্টি না করার আহ্বান জানান তিনি। তার মতে, এমন পরিস্থিতি অব্যাহত থাকলে, ব্যাংকের তারল্য সংকট মেটানো কঠিন হয়ে পড়বে।
এর আগে, গত ২৫ সেপ্টেম্বর, সবল ব্যাংকগুলো থেকে দুর্বল ব্যাংকগুলোকে ঋণ দিতে বাংলাদেশ ব্যাংক গ্যারান্টির ব্যবস্থা করে। এই উদ্যোগে ১০টি সবল ব্যাংকের এমডি ও প্রতিনিধিদের সাথে বৈঠক করেন গভর্নর ড. আহসান এইচ মনসুর। বৈঠক শেষে জানানো হয়, ঋণের টাকা ফেরত চাইলে সবল ব্যাংকগুলোকে তিন দিনের মধ্যে তা পরিশোধ করবে বাংলাদেশ ব্যাংক, এবং ঋণের সুদ হার চলতি রেটে নির্ধারণ হবে।
এ উদ্যোগের ফলে তারল্য সংকটে থাকা ব্যাংকগুলো কিছুটা স্বস্তি পাচ্ছে, যা গ্রাহকদের আস্থা ফেরাতে সহায়ক হতে পারে।