ঢাকা, মঙ্গলবার, ৫ অগাস্ট ২০২৫, ৮:৩২ অপরাহ্ন

অস্ট্রেলিয়ার বাজারে যুক্ত হলো রেনাটার নতুন ওষুধ

অস্ট্রেলিয়ার বাজারে যুক্ত হলো শেয়ারবাজারে তালিকাভুক্ত রেনটা পিএলসির নতুন ওষুধ ক্যাবারগোলিন ০.৫ এমজি। কোম্পানিটি জেনেরিক ভার্সনের ক্যাবারগোলিন ০.৫ এমজির প্রথম চালান সফলভাবে অস্ট্রেলিয়া পাঠিয়েছে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, ওষুধটি হাইপারপ্রোল্যাক্টিনেমিয়া এবং পারকিনসন রোগের জন্য একটি কারযকরী চিকিৎসা। ক্যাবারগোলিন ডোস্টামিন ব্রান্ড নামে বিতরণ এবং বাজারজাত করা হবে।

অস্ট্রেলিয়ার বাজারে ওষুধটি সরবরাহ করবে রেনাটার পার্টনার নোভা ফার্মাসিট্যিঅলস পিটিওয়াই লিমিটেড।

উল্লেখ্য, এর আগে কোম্পানিট যুক্তরাজ্যে (ইউকে)  সাট্রালাইন ১০০এমজি ও প্রোপিলথিওরাসিল ৫০এমজি ট্যাবলেট নামে দুইটি ওষুধ পাঠায়।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন