বিদায়ী সপ্তাহে (১৪-১৭,অক্টোবর) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের বড় পতনে লেনদেন শেষ হয়েছে। এতে ডিএসইর সাপ্তাহিক বাজার মূলধনেও নেতিবাচক প্রভাব পড়েছে। আলোচ্য সপ্তাহে ডিএসইর বাজার মূলধন কমেছে ৫ হাজার ২৫০ কোটি টাকার।
ডিএসইর সাপ্তাহিক বাজার পরযালোচনায় এ তথ্য জানা গেছে।

গত সপ্তাহের শুরুতে ডিএসইর বাজার মূলধন ছিলো ৬ লাখ ৭৪ হাজার ৪১৬ কোটি টাকা। আর সপ্তাহ শেষে বাজার মূলধন দাঁড়িয়েছে ৬ লাখ ৬৯ হাজার ১৬৬ কোটি টাকা। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে ডিএসইর বাজার মূলধন কমেছে দশমিক ৭৭ শতাংশ বা ৫ হাজার ২৫০ কোটি টাকা।
এদিকে সপ্তাহের ব্যবধানে ডিএসইতে সূচক ও লেনদেন দুটোই কমেছে। গত সপ্তাহে ডিএসইতে ১ হাজার ২৭২ কোটি ২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আগের সপ্তাহে ডিএসইতে লেনদেন হয়েছিল ১ হাজার ৪৬৬ কোটি ৭২ লাখ টাকার। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে ডিএসইতে ১৯৪ কোটি ৭০ লাখ টাকর বা ১৩ শতাংশ লেনদেন কমেছে।
ডিএসইতে প্রধান মূল্যসূচক ডিএসইএক্স সপ্তাহের ব্যবধানে ১৬৪ দশমিক ০৮ পয়েন্ট বা ৩ দশমিক ০৩ শতাংশ কমে ৫ হাজার ২৫৭ পয়েন্টে অবস্থান করছে।

বাজারমূলধনের শীর্ষ৩০ কোম্পানির মূল্যসূচক ডিএস৩০ আগের সপ্তাহের চেয়ে ৫৪ দশমিক ৫৯ পয়েন্ট কমে ১ হাজার ৯৩০ পয়েন্টে অবস্থান করছে।
সপ্তাহের ব্যবধানে কমেছে ডিএসই এস বা শরীয়হ সূচক। সূচকটি ৩১ দশমিক ৭৪ পয়েন্ট কমে ১ হাজার ১৭৪ পয়েন্টে অবস্থান করছে।
আলোচ্য সপ্তাহে ডিএসইতে মোট ৩৯৬টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৩৪টির, কমেছে ৩৪৫টির এবং অপরবর্তিত রয়েছে ১৭টির।