ঢাকা, মঙ্গলবার, ৫ অগাস্ট ২০২৫, ১০:১৭ অপরাহ্ন

ধারাবাহিক দরপতন, সূচক ২ মাসের মধ্যে সর্বনিম্ন

সপ্তাহের শেষ কর্মদিবস বৃহস্পতিবারও ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের পতনেই লেনদেন শেষ হয়েছে। এদিন ডিএসই প্রধান মূল্য সূচক ডিএসই এক্স ৫৮.২৩ পয়েন্ট বা ১ শতাংশ কমে ২ মাসের মধ্যে সর্বনিম্ন অবস্থানে রয়েছে। আজ ডিএসইতে টাকার অংকে লেনদেন বেড়েছে সামান্য।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, বৃহস্পতিবার ডিএসই প্রধান সূচক ডিএসইএক্স ৫৮.২৩ পয়েন্ট কমে ৫ হাজার ২৫৭ পয়েন্টে অবস্থান করছে; যা গত ২ মাসের মধ্যে সর্বনিম্ন অবস্থান। এর আগে গত ৪ আগস্ট এই সূচকের অবস্থান ছিল ৫ হাজার ২২৯.২৬ পয়েন্ট।

অন্য সূচকগুলোর মধ্যে- ডিএসই–৩০ সূচক ১৭ পয়েন্ট কমে ১ হাজার ৯৩০ পয়েন্টে ৯৩০ অবস্থান করছে। এছাড়া ডিএসইএস বা শরীয়াহ সূচক ৮ পয়েন্ট কমেছে।

সপ্তাহের শেষ কর্মদিবসে ডিএসইতে লেনদেন হওয়া ৩৯৫টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৫৩টির, দর কমেছে ২৯৩টির এবং দর অপরিবর্তীত রয়েছে ৪৯টির।

এদিকে বৃহস্পতিবার ডিএসইতে ৩০৬ কোটি ৮৯ লাখ টাকার শেয়ার ও ইউনিটের লেনদেন হয়েছে। যা আগের দিন থেকে ১০ কোটি ৫৪ লাখ টাকা বেশি। গতকাল লেনদেন হয়েছিল ২৯৬ কোটি ৩৪ লাখ টাকার।

আজ চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। আজ সিএসই সার্বিক সূচক সিএএসপিআই কমেছে ১৫০ পয়েন্ট।

সিএসইতে ২১৮টি প্রতিষ্ঠানের শেয়ার লেনদেন হয়েছে। তার মধ্যে ৪১টির দর বেড়েছে, কমেছে ১৫৬টির আর ২১টির দর অপরিবর্তিত রয়েছে।

বৃহস্পতিবার সিএসইতে ৪ কোটি ৬৪ লাখ ৮০ হাজার টাকার শেয়ার ও ইউনিট কেনাবেচা হয়েছে।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন