চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সম্প্রতি তাদের ট্রেক সদস্যদের জন্য “কমোডিটি এক্সচেঞ্জের দৃষ্টিকোণ হতে ব্যবসার উন্নয়ন” বিষয়ে একটি গুরুত্বপূর্ণ আলোচনা সভার আয়োজন করেছে। সভাটি মঙ্গলবার (১৫ অক্টোবর) সিএসইর চট্টগ্রামের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হয়, যেখানে পুঁজিবাজার উন্নয়নে নতুন দৃষ্টিভঙ্গি তুলে ধরা হয়।
সিএসইর নবনিযুক্ত চেয়ারম্যান একেএম হাবিবুর রহমান প্রধান অতিথি হিসেবে আলোচনা সভায় উপস্থিত ছিলেন। আরও অংশ নেন সিএসইর পরিচালক মোঃ রেজাউল ইসলাম, ব্যবস্থাপনা পরিচালক এম সাইফুর রহমান মজুমদার, চিফ রেগুলেটরি অফিসার মোহাম্মেদ মাহাদি হাসানসহ অন্যান্য কর্মকর্তারা।

চেয়ারম্যান একেএম হাবিবুর রহমান তার বক্তব্যে বলেন, “পৃথিবীর অন্যান্য দেশের মতো আমাদের পুঁজিবাজারের উন্নয়নের জন্য বৈচিত্র্যময় পণ্য অন্তর্ভুক্তি জরুরি। নতুন অ্যাসেট ক্লাস সংযুক্তির মাধ্যমে পুঁজিবাজার সমৃদ্ধ ও বর্ধিত হবে। সিএসই বাংলাদেশে প্রথমবারের মতো একটি কমোডিটি এক্সচেঞ্জ স্থাপনের উদ্যোগ নিচ্ছে, যা পুঁজিবাজারে গতিশীলতা আনবে।”
এম সাইফুর রহমান মজুমদার জানান, কমোডিটি এক্সচেঞ্জ স্থাপনের প্রযুক্তিগত অবকাঠামো প্রায় সম্পন্ন এবং সংশ্লিষ্ট রেগুলেশন অনুমোদনের জন্য ইতিমধ্যে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনে জমা দেওয়া হয়েছে। তিনি আরও বলেন, “এখন গুরুত্বপূর্ণ কাজ হলো মার্কেট ও সংশ্লিষ্ট অংশগ্রহণকারীদের উপযুক্তভাবে প্রস্তুত করা। এ লক্ষ্যে সিএসই বিভিন্ন সচেতনতা ও প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করছে।”
সভায় কমোডিটি এক্সচেঞ্জের রেগুলেটরি, বিজনেস এবং টেকনোলজি দিক নিয়ে আলোচনা করেন মোঃ মরতুজা আলম, ফায়সাল হুদা, এবং সৈয়দ মাহমুদ মইন। সভায় সিএসইর বিভিন্ন ট্রেক সদস্যদের ১১৮ জন প্রতিনিধি অংশগ্রহণ করেন এবং তাঁদের মতামত প্রদান করেন।

এই আলোচনা সভা সিএসইর কমোডিটি এক্সচেঞ্জ স্থাপনের প্রচেষ্টার অংশ হিসেবে পুঁজিবাজারকে আরও শক্তিশালী ও গতিশীল করার লক্ষ্যে নতুন দৃষ্টিভঙ্গি ও কৌশল তুলে ধরেছে।