ঢাকা, মঙ্গলবার, ৫ অগাস্ট ২০২৫, ৫:৪৮ পূর্বাহ্ন

ডরিন পাওয়ার সম্পদ পুর্নমূল্যায়ন করেছে

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ডরিন পাওয়ারের পরিচালনা পর্ষদ সম্পদ পুর্নমূল্যায়ন অনুমোদন করেছে। গতকাল ১৫ অক্টোবর কোম্পানির পরিচালনা পর্ষদ ৩০, জুন,২০২৪ সমাপ্ত সময়ের সম্পদ পুর্নমূল্যায়নের প্রতিবেদন অনুমোদন করেছে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, কোম্পানিটির ৩০ জুনের আগে প্রপার্টি, প্লান্ট এবং ইকুয়েপমেন্টের লিখিত মূল্য ছিল ১৭৭ কোটি ৭২ লাখ ৬০ হাজার টাকা। আর সম্পদ মূল্যায়নের পর মূল্য দাড়িয়েছে ৯৫ কোটি ৭৩ লাখ ২৪ হাজার ৩৮২ টাকা। কোম্পানিটির লোকসান হয়েছে ৮১ কোটি ৯৯ লাখ ৩৬ হাজার ১১৪ টাকা।

৩১মার্চ, ২৪ সমাপ্ত সময়ে কোম্পানিটির এনএভি দাঁড়িয়েছে ৫২ টাকা ৩৪ পয়সা। আর সম্পদ পুর্নমূল্যায়নের পর কোম্পানির এনএভি কমেছে ৪ টাকা ৫৩ পয়সা।

 

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন