শেয়ারবাজারে তালিকাভুক্ত সোস্যাল ইসলামী ব্যাংকের (এসআইবিএল) এক উদ্যোক্তা শেয়ার কেনার ঘোষণা দিয়েছেন।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, উদ্যোক্তা আলহাজ্ব সুলতান মাহমুদ চৌধুরী কোম্পানিটির ১৮ লাখ ৩০ হাজার ২৬২টি শেয়ার কেনার ঘোষণা দিয়েছেন।
আগামী ৩১ অক্টোবরের মধ্যে ডিএসইর পাবলিক মার্কেটে শেয়ার কেনা সম্পন্ন করবেন এই উদ্যোক্তা।
উল্লেখ্য, এসআইবিএলের মোট শেয়ারের মধ্যে উদ্যোক্তা পরিচালকদের কাছে ১১.৪৬ শতাংশ, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে ৬৮.৬২ শতাংশ, বিদেশিদের কাছে দশমকি ৮৭ শতাংশ ও সাধারণ বিনিয়োগকারীদের কাছে ১৯.০৫ শতাংশ শেয়ার আছে।
